ঢাকা, শুক্রবার, ৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

জানা গেল শাকিব খানের ‘তুফান’ শেষে টুইস্ট কি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জুন ১৮ ১৫:৪১:২৩
জানা গেল শাকিব খানের ‘তুফান’ শেষে টুইস্ট কি

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত এবং রায়হান রাফী পরিচালিত ‘তুফান’। মুক্তির আগেই আলোচনায় থাকা এই সিনেমাটি একের পর এক চমক দেখিয়েছে, যেখানে অভিনয় করেছেন গুণী সব তারকারা। সিনেমার শেষে রয়েছে একটি বড় টুইস্ট।

নির্মাতা রায়হান রাফী আগেই জানিয়েছিলেন, ‘তুফান’ সিনেমার শেষে থাকবে বড় টুইস্ট। এবং দর্শকরা সেটা পেয়ে গেছেন। আসছে ‘তুফান’-এর দ্বিতীয় কিস্তি, কারণ সিনেমার শেষে লেখা ছিল, ‘তুফান সবে তো শুরু’। অর্থাৎ শাকিব খান অভিনীত চলচ্চিত্রটির আরও একটি কিস্তি তৈরি হবে।

রায়হান রাফী সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তুফান’ সিনেমা সম্পর্কিত সব বার্তা ভাগ করছেন দর্শকের সঙ্গে। তিনি বলেন, মানুষের এই ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা, তুফানের ঝড় চলছেই চলবে। দর্শকের চাপে কিছু হল মালিক ভোর পর্যন্ত শো চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। বাংলা সিনেমার ইতিহাসে এটি একটি রেকর্ড হতে যাচ্ছে যা আমরা এত দিন বাইরের দেশগুলোতে দেখে এসেছি। ধন্যবাদ দর্শক আপনাদের।

সিনেমাটি সবচেয়ে বেশি হল পেয়েছে। রায়হান রাফী জানিয়েছেন, ‘তুফান’ ১২৯টি হলে প্রদর্শিত হচ্ছে। এই সংখ্যাটি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা রায়হান রাফী নিজেই। ‘তুফান’ একটি অ্যাকশন ধাঁচের সিনেমা, যেখানে নব্বই দশকের একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। এ সিনেমায় আরও আছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। যৌথ প্রযোজনায় নির্মিত ‘তুফান’-এ শাকিব খান ও চঞ্চল ছাড়াও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, নাবিলা, মিশা সওদাগর প্রমুখ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে