ঢাকা, শুক্রবার, ৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

এখন পর্যন্ত বিশ্বকাপে সর্বোচ্চ রান ও উইকেট শিকারি ১০ জনের তালিকা প্রকাশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জুন ১৫ ১০:৩০:৫৪
এখন পর্যন্ত বিশ্বকাপে সর্বোচ্চ রান ও উইকেট শিকারি ১০ জনের তালিকা প্রকাশ

চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষের পথে। ইতোমধ্যে সুপার এইটের ৮টি স্থানের মধ্যে ৬টি জায়গা নিশ্চিত হয়েছে। বাকি রয়েছে দুটি দল, যার জন্য মাঠে লড়াইয়ে রয়েছে ৩টি দল। সবশেষ দল হিসেবে বিশ্বকাপের যাত্রা শেষ করেছে আগের আসরের রানার্সআপ পাকিস্তান।

গ্রুপ এ থেকে ভারত ও যুক্তরাষ্ট্র, গ্রুপ বি থেকে অস্ট্রেলিয়া, গ্রুপ সি থেকে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ, গ্রুপ ডি থেকে দক্ষিণ আফ্রিকা সুপার এইট নিশ্চিত করেছে। এখন গ্রুপ বি ও গ্রুপ ডি থেকে একটি করে দল সুপার এইটে খেলার সুযোগ পাবে। এই দুটি জায়গার জন্য লড়াইয়ে রয়েছে চারটি দল: স্কটল্যান্ড ও বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড (গ্রুপ বি) এবং বাংলাদেশ ও নেদারল্যান্ডস (গ্রুপ ডি)।

এদিকে ইতোমধ্যে বিশ্বকাপের ৩০টি ম্যাচ শেষ হয়েছে। এর মধ্যে ব্যাটে-বলে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের দাপট অব্যাহত রয়েছে। এবারের আসরটি নিঃসন্দেহে আফগানিস্তানের জন্য মনে রাখার মতো একটি আসর। যদিও অনেকেই তাদের সুপার এইটে দেখেনি, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান চার্লস লারা সম্ভাব্য চার সেমিফাইনালিস্টের মধ্যে তাদের রেখেছিলেন। এখন পর্যন্ত তার কথার মিল রয়েছে।

আফগানিস্তান তিনটি ম্যাচ খেলে শতভাগ জয় পেয়েছে। প্রথম ম্যাচে উগান্ডার বিপক্ষে ১২৫ রানে, দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৪ রানে এবং তৃতীয় ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৮ জুন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে তারা। স্বপ্নের সেমিফাইনালে খেলতে হলে তাদের সুপার এইটের ১ নম্বর গ্রুপের শীর্ষ দুইয়ে থাকতে হবে। যে গ্রুপে ইতোমধ্যে তারা সঙ্গী হিসেবে পেয়েছে ভারত ও অস্ট্রেলিয়াকে। গ্রুপ ডি থেকে আসবে একটি দল, যেখানে অনেকটা এগিয়ে আছে বাংলাদেশ।

'স্বপ্নের মতো' শুরু করা আসরে ব্যাট হাতে শীর্ষস্থানে রয়েছেন আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। তিনি এখন পর্যন্ত ৩ ম্যাচে ১৫৪.৬৩ স্ট্রাইকরেটে ১৬৭ রান সংগ্রহ করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৪১ রান সংগ্রহ করেছেন যুক্তরাষ্ট্রের অ্যারন জোনস। তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের সংগ্রহ ১১৫ রান। শীর্ষ ২০ এর মধ্যে একমাত্র বাংলাদেশি হিসেবে রয়েছেন তাওহিদ হৃদয়, যার সংগ্রহ ৮৬ রান।

সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষস্থানে রয়েছেন আফগানিস্তানের বাঁহাতি পেসার ফজলহক ফারুকি। তার উইকেট সংখ্যা ১২টি। ৮ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন প্রোটিয়া পেসার এনরিখ নর্কিয়া। তৃতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ, যার উইকেট সংখ্যা ৮টি। শীর্ষ ১০ এর মধ্যে রয়েছেন বাংলাদেশের রিশাদ হোসাইন, যার উইকেট সংখ্যা ৭টি।

এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ মুহূর্তে প্রতিযোগিতার উত্তেজনা চরমে। কে হবে শেষ দুটি দলের মধ্যে সুপার এইটে, আর কারা থাকবেন সর্বোচ্চ রান ও উইকেট শিকারির তালিকার শীর্ষে—এই উত্তেজনা নিয়েই ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে