ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চলন্ত লঞ্চে সন্তান প্রসব করে আজীবন ভাড়া ফ্রি পুরুষ্কার পেলেন মা-শিশু

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জুন ১৩ ১৭:০৫:০১
চলন্ত লঞ্চে সন্তান প্রসব করে আজীবন ভাড়া ফ্রি পুরুষ্কার পেলেন মা-শিশু

মোসা. সাহিদা বেগম নামে এক নারী চলন্ত লঞ্চে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। এই ঘটনা ঘটে বুধবার, ঢাকা থেকে লালমোহন নৌরুটের এমভি গ্লোরি অব শ্রীনগর-৮ লঞ্চে। সন্তান প্রসবের কারণে লঞ্চ কর্তৃপক্ষ ওই প্রসূতি মা ও শিশুর সারা জীবনের যাতায়াত ভাড়া ফ্রি ঘোষণা করেছে।

এমভি গ্লোরি অব শ্রীনগর-৮ লঞ্চের কেবিন ইনচার্জ মো. সুমন জানান, সাহিদা বেগম ও তার স্বামী ঢাকা থেকে লঞ্চের ডেকে করে লালমোহনের উদ্দেশ্যে রওনা দেন। সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ করেই সাহিদার প্রসব বেদনা শুরু হয়। বিষয়টি জানার পর তাকে লঞ্চের একটি কেবিনে নিয়ে যাওয়া হয়।

সুমন আরও বলেন, লঞ্চে কোনো ডাক্তার বা নার্স রয়েছেন কিনা খোঁজ নেওয়া হয় এবং এক পর্যায়ে একজন চিকিৎসক পাওয়া যায়। তার সহযোগিতায় এবং কয়েকজন নারীর সহায়তায় সাহিদা বেগম সফলভাবে কন্যা সন্তান প্রসব করেন। সাহিদা বেগম ও তার স্বামী শাহীন লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউপির ৬ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির বাসিন্দা।

এমভি গ্লোরি অব শ্রীনগর-৮ লঞ্চের পরিচালক মো. নাইম খান জানান, ওই দিনের যাতায়াত ভাড়া ছাড়াও, এই প্রসূতি মা ও তার সন্তানের আজীবন ফ্রি যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে