ঢাকা, শুক্রবার, ৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

দুই পরিবর্তন নিয়ে আজ নতুন সময়ে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, দেখেনিন সময়

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জুন ১৩ ১০:২৬:২৭
দুই পরিবর্তন নিয়ে আজ নতুন সময়ে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, দেখেনিন সময়

আজ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডেসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে আজ রাত সাড়ে ৮টায়। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটের জয় পায় বাংলাদেশ। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে জেতা ম্যাচ চার রানে হেরে বসে টাইগাররা। তবে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেলেই সুপার এইট এক প্রকার নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।

চলুন দেখে নেয়া যাক নেদারল্যান্ডসের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ।

ওপেনিংয়ে তানজিদ তামিমের সাথে দেখা যাবে সৌম্য সরকারকে। তিন নম্বরে ব্যাটিংয়ে আসবেন লিটন দাস। চার নম্বরে ব্যাটিংয়ে আসবেন অধিনায়ক নাজুমল হোসেন শান্ত। পাঁচে ব্যাটিংয়ে আসবেন ফর্মের তুঙে থাকা তাওহীদ হৃদয়। ৬ নম্বরে ব্যাটিংয়ে আসবেন সাকিব আল হাসান। ৭ নম্বরে ব্যাটিংয়ে আসবেন বাংলাদেশের সর্বকালের সেরা ফিনিসার মাহমুদউল্লাহ রিয়াদ।

স্পিন বিভাগে সাকিবের সাথে দেখা যাবে রিশাদ হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদকে। পেস বিভাগ সামলাবেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম অথবা তানজিম হাসান সাকিব।

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম/তানজিম হাসান সাকিব।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে