ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

বাংলাদেশ থেকে শিক্ষক-নার্সসহ ৫ ভিসায় বাংলাদেশ থেকে কর্মী নেবে ওমান

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জুন ১২ ২১:৪৫:০৮
বাংলাদেশ থেকে শিক্ষক-নার্সসহ ৫ ভিসায় বাংলাদেশ থেকে কর্মী নেবে ওমান

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে ওমান সরকার। বুধবার (১২ জুন) ঢাকায় অবস্থিত ওমান দূতাবাস থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাক্তার, প্রকৌশলী, নার্স, শিক্ষক ও হিসাবরক্ষকসহ পাঁচটি ভিসায় বাংলাদেশ থেকে কর্মী নেওয়া হবে।

এছাড়া, ফ্যামিলি ভিসা, উপসাগরীয় অঞ্চলে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভিজিট ভিসা, বিনিয়োগকারী ভিসা, সকল ধরণের অফিসিয়াল ভিসা ও উচ্চ-আয়ের পর্যটকদের ভিসাও প্রদান করবে ওমান।

ওমান দূতাবাসের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত বছর অক্টোবরে বাংলাদেশি নাগরিকদের উপর আরোপিত ভিসা নিষেধাজ্ঞার কিছু শ্রেণী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন থেকে ঢাকাস্থ ওমান দূতাবাস নির্দিষ্ট শ্রেণিভুক্ত আবেদনকারীদের ভিসা আবেদন গ্রহণ করবে এবং রয়াল ওমান পুলিশের সাথে সমন্বয় করে ভিসা ইস্যু করবে। আবেদনকারীদের অবশ্যই তাদের যাবতীয় কাগজপত্র যথাযথ সত্যায়নপূর্বক যাচাই-বাছাইয়ের জন্য দূতাবাসে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে বাংলাদেশ সরকার ও ওমানি কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এই নিষেধাজ্ঞা কৌশলগত কারণে ওমানে বিদেশি শ্রম বাজার পর্যালোচনার নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে নেওয়া হয়েছে এবং এটি নিছক একটি অরাজনৈতিক সিদ্ধান্ত।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে