ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

কুয়েতের অগ্নিকাণ্ডে ৪১ জন নিহত, জেনেনিন বাংলাদেশের শ্রমিকদের অবস্থান

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জুন ১২ ১৯:৫৫:১৪
কুয়েতের অগ্নিকাণ্ডে ৪১ জন নিহত, জেনেনিন বাংলাদেশের শ্রমিকদের অবস্থান

কুয়েতের দক্ষিণাঞ্চলীয় মানগাফ শহরের একটি ভবনে আজ বুধবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে, এই ঘটনায় কোনো বাংলাদেশি প্রবাসী নিহত হননি বলে নিশ্চিত করেছেন কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আবদুল হোসেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেন।

আবদুল হোসেন বলেন, "আমাদের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য নেই যে ওই আবাসিক ভবনে কোনো বাংলাদেশি কর্মী থাকতেন। ওই ভবনে থাকা বেশির ভাগ কর্মীই নির্মাণ খাতে কাজ করেন, আর বাংলাদেশি কর্মীরা মূলত পরিচ্ছন্নতা খাতে কাজ করে থাকেন।"

তিনি আরো জানান, "কুয়েতের ওই ভবনে যে প্রতিষ্ঠানে কাজ করা বিদেশি কর্মীরা থাকেন, সেই প্রতিষ্ঠানে বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়িত কোনো চাকরির চাহিদাপত্র নেই। এর মানে হলো, আগুন লাগা ভবনে কোনো বাংলাদেশি নেই এবং বাংলাদেশি কর্মীরা আগুনে আহত বা নিহত হননি। তারপরও দূতাবাস থেকে এ বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।"

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে