ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

শেষ হলো আফগানিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জুন ০৮ ০৮:৫২:৩৯
<p>শেষ হলো আফগানিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল</p>

উগান্ডাকে ১২৫ রানে হারিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়ন্ত সূচনা পেয়েছে আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে তারা নিউজিল্যান্ডকে ৮৪ রানে হারিয়ে দিয়ে সুপার এইটে যাওয়ার পথ অনেকটাই সুগম করেছে। এই ম্যাচের রশিদ খানের ঘূর্ণি ও ফজলহক ফারুকির তোপের সামনে দাঁড়াতেই পারেনি কিউইরা। শেষ পর্যন্ত তারা অল আউট হয়েছে মাত্র ৭৫ রানে।

এই আফগান স্পিনার ৪ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিয়েছেন নিউজিল্যান্ডকে। এই ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান করে আফগানিস্তান। জবাবে খেলতে নেমে রানে অল আউট হয়েছে কিউইরা। মাঝারি লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। ৫৩ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ফেলে তারা। এই বিপর্যয় থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি।

নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে দুই অঙ্কের রান পেয়েছেন কেবল গ্লেন ফিলিপস ও ম্যাট হ্যানরি। ফিলিপস সর্বোচ্চ ১৮ রান করে আউট হয়েছেন। ১২ রানে অপরাজিত ছিলেন হ্যানরি। বাকি সব ব্যাটাররই এক অঙ্কের ঘরে আউট হয়েছেন। শুরুতে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপে ধস নামিয়েছিলেন আফগান পেসার ফজলহক ফারুকি।

তিনি প্রথম দুই ওভারেই ২ ওপেনারকে ফিরিয়ে দেন। তৃতীয় ওভারে এসে ড্যারিল মিচেলকে ফেরান তিনি। এরপর বাকি সময়টা ছিল রশিদময়। কেন উইলিয়ামসনকে দিয়ে শুরু। এরপর একে একে মার্ক চ্যাপম্যান, মাইকেল ব্রেসওয়েল ও লকি ফার্গুসনের উইকেট নিয়েছেন তিনি।

শেষদিকে হ্যানরিকে আউট করে কিউইদের ইনিংস গুটিয়ে দেন ফারুকি। তিনি ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়ে বোলিং শেষ করেন। ২টি উইকেট নিয়েছেন মোহাম্মদ নবিও।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ