ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

MD. Razib Ali

Senior Reporter

যুক্তরাষ্ট্রের মত ছোট দলের কাছে হেরে সরাসরি যাকে দায়ি করলেন অধিনায়ক বাবর আজম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জুন ০৭ ০২:১১:১১
<p>যুক্তরাষ্ট্রের মত ছোট দলের কাছে হেরে সরাসরি যাকে দায়ি করলেন অধিনায়ক বাবর আজম</p>

আজ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামে শক্তিশালী পাকিস্তান। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্রের অধিনায়ক প্যাটেল। টস হরে ব্যাট করে নির্ধারীত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান স্কোর বোর্ডে জমা করে পাকিস্তান। ১৬০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৫৯ রান করে যুক্তরাষ্ট্র। ফলে ম্যাচ টাই হয়।

এরপর সুপার ওভারে পাকিস্তানকে ১৯ রানের বিশাল টার্গেট দেয় যুক্তরাষ্ট্র। জবাবে ব্যাট করতে নেমে সুপার ওভারে ১ উইকেটে ১৩ রান করে পাকিস্তান। ফলে ৫ রানের জয় পায় যুক্তরাষ্ট্র। আর এতেই বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন ঘটায় যুক্তরাষ্ট্র। আর বিশ্বকাপে প্রথম বারের মত অংশ গ্রহন করে টানা দুই ম্যাচ জিতে ইতিহাস গড়লো যুক্তরাষ্ট্র।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় পাকিস্তান। ৮ বলে ৯ রান করে আউট হয় মোহাম্মদ রিজওয়ান। এরপর ব্যাটিং আসেন উসমান খান। তবে তিনিও বেশিক্ষণ ঠিকতে পারেননি। ৩ বলে ৩ রান করেন তিনি।

৭ বলে ১১ রান করে ফখর জামান। পাওয়ার প্লেতে ৩০ রান তুলতে ৩ উইকেট হারায় পাকিস্তান। ৪৩ বলে ৪৪ রান করেন অধিনায়ক বাবর আজম। তবে ব্যাটিংয়ে ঝড় তোলেন সাদাব খান। ২৫ বলে ৪০ রানের মুল্যবান ইনিংস খেলেন তিনি। ডাক মারেন আজম খান। ১৪ বলে ১৮ রান করেন ইফতেখার। ১৬ বলে ২৩ রান করে অপারজিত থাকেন শাহীন শাহ আফ্রিদী। ৩ বলে ৩ রান করে অপরাজিত থাকেন হারিস রউফ।

জবাবে ব্যাট করতে নেমে দারুন শুরু করে যুক্তরাষ্ট্রের দুই ওপেনার স্টেভেন টেইলর ও মুনাক প্যাটেল। দুজনে গড়েন ৩১ বলে ৩৫ রানের পার্টনারশীপ। ১৬ বলে ১২ রান করে টেইলর ফিরলে ভাঙে জুটি। তবে আন্দ্রিস গাউসকে নিয়ে আবারও জুটি গড়েন অধিনায়ক মুনাক প্যাটেল। ২৬ বলে ৩৫ রান করে আন্দ্রিস গাউস ফিরলে ভাঙে জুটি।

৪৮ বলে ৬৮ রানের পার্টনারশীপ করে তারা। এরপর ৩৮ বলে ৫০ রান করে ফিরেন অধিনায়ক মুনাক প্যাটেল। ২৬ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন জোনাস। ১৪ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন নীতিশ কুমার। শেষ ওভারে জয়ের জন্য যুক্তরাষ্ট্রের দরকার ১৫ রান। বল করতে আসেন হারিস রউফ। প্রথম তিন বলে ৩ রান নেয় যুক্তরাষ্ট্র। তবে ৪র্থ ছক্কা মেরে যাওয়া আশা বাচিয়ে রাখে জোনাস। পঞ্চম বলে ১ রান নেয় জোনাস। স্ট্রাইকে আসেন নীতিশ কুমার। শেষ বলে দরকার ছিল পাঁচ রান। ছক্কা মারলে জিতবে চার হলে টাই হবে। শেষ বলে ৪ মেরে ম্যাচ টাই করেন নীতিশ কুমার।

ম্যাচ শেষে হারার কারণ জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তিনি বলেন, ব্যাটিং করার সময় প্রথম ৬ ওভার আমরা ব্যাটিং করতে পারিনি। ব্যাক টু ব্যাক উইকেট সবসময়ই আপনাকে ব্যাকফুটে রাখে, ব্যাটার হিসেবে আপনাকে সেট আপ হতে হবে এবং পার্টনারশিপ গড়ে তুলতে হবে। প্রথম ৬ ওভারে আমরা ভালো ছিলাম না। আমাদের স্পিনাররাও উইকেট নিতে পারেনি তাই এসবের জন্য আমাদের সমস্যা হয়েছে। খুব কঠিন, সমস্ত কৃতিত্ব যুক্তরাষ্ট্রের, তারা ৩টি বিভাগেই আমাদের চেয়ে ভাল খেলেছে। পিচে কিছুটা আর্দ্রতা ছিল, তাও ছিল দ্বি-গতিতে। একজন পেশাদার হিসাবে আপনাকে শর্তগুলি মূল্যায়ন করতে হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ