ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জুন ০৬ ১৮:৪০:০৫
<p>চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল</p>

আজ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ঘরের মাঠ কিংস অ্যারেনায় পিছিয়ে থেকে বিরতিতে গেছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেছে বাংলাদেশ। বিরতির পর বাংলাদেশের জালো আরেক গোল দেয় অস্ট্রেলিয়া। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ২-০ গোল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারী অস্ট্রেলিয়া।

এই ম্যাচের শুরুর একাদশে জায়গা পাননি বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। তার পরিবর্তে অধিনায়কত্বের আর্মব্যান্ড উঠেছে অভিজ্ঞ তপু বর্মণের হাতে। ঘরের মাঠে সকারুজদের বিপক্ষে শুরু থেকেই রক্ষণভাগ সামলে লড়ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে ২৯তম মিনিটে স্বাগতিকদের সেই ডেডলক ভাঙে সফরকারীরা।

নেস্টরি ইরনকুন্দের পাস থেকে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন অ্যাজডিন হ্রাস্টিক। বাংলাদেশের গোলপোস্টের ৩০ গজ দূর থেকে হ্রাস্টিকের বাঁ পয়ের শট মেহেদী হাসান ক্লিয়ার করতে গিয়ে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে দেন। মিতুল মারমার সেটা চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিলো না।

এরপর অবশ্য আরো কয়েকবার বাংলাদেশের রক্ষণভাগে আক্রমণ করে বসে সকারুজরা। তবে সাফল্যের দেখা পায়নি। অন্যদিকে ঘরের মাঠে সুযোগ তৈরি করতে পারেনি স্বাগতিকরা। এতে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেছে তপু-মোরসালিনরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ