ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে মুখ ফসকে সত্য কথা বলে দিলেন সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জুন ০৬ ১৬:০৭:৩৫
<p>শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে মুখ ফসকে সত্য কথা বলে দিলেন সাকিব</p>

শুরু হয়ে গেছে বিশ্বকাপের উত্তেজনা। তবে বাংলাদেশের ভক্তদের অপেক্ষা করতে হবে আরও বেশ কিছু দিন। কেননা বাংলাদেশের ম্যাচ আপতত নাই। আগামী ৮ জুন বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা।

তবে ম্যাচের এক দিন আগে যুক্তরাষ্ট্রে সাকিবকে দেখে সেলফির আবদার করে ভক্তরা। সেই তালিকায় আছেন গণমাধ্যমকর্মীরা। প্রিয় তারকার সঙ্গে মুহূর্তটা ফ্রেমবন্দী করে রাখলেন বিশ্বকাপ কাভার করতে যাওয়া সাংবাদিকরা।

সেসময় টুর্নামেন্ট নিয়ে শুভকামনা জানাতেই সাকিবের রসিকতা, ‘আমরা তো মায়ের দোয়া টিম হয়ে গেছি! দোয়া চাওয়া বন্ধ করে দিয়েছি!’ সাকিবের এমন কথায় রীতিমত হাসির রোল উঠল। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

গেল ওয়ানডে বিশ্বকাপের সময় একটি বেসরকারি টিভিতে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ দলের এক স্পিনার বলেছিলেন, ‘দোয়া করবেন, দোয়া ছাড়া কোনো অপশন নাই।’ সেসময় দলের ধারাবাহিক ব্যর্থতায় তার এমন বক্তব্য মেনে নিতে পারেননি ভক্তরা। সেই থেকে বাংলাদেশ দলকে নিয়ে ফেসবুকে ট্রল হচ্ছে ‘মায়ের দোয়া টিম’ হিসেবে।

দলের পাশাপাশি সময়টাও খুব একটা ভালো যাচ্ছে না সাকিবের। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং নিয়েও ভুগছেন এই অলরাউন্ডার। তাই বিশ্বকাপে ভালো করতে হলে দ্রুত সাকিবের ফর্মে ফেরাটাও জরুরি। বিশ্বকাপে 'ডি' গ্রুপে বাংলাদেশ এরপর খেলবে দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ