ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

ভারত লোকসভা নির্বাচনের ভোট গণনা: দেখেনিন উত্তর প্রদেশে ও পশ্চিমবঙ্গে কোন দল এগিয়ে

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জুন ০৪ ১৩:০৯:৩১
ভারত লোকসভা নির্বাচনের ভোট গণনা: দেখেনিন উত্তর প্রদেশে ও পশ্চিমবঙ্গে কোন দল এগিয়ে

ভারতে লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় পুরো দেশের ৫৪২টি কেন্দ্রে শুরু হয়েছে ভোটগণনা। সুরাত কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী।

উত্তর প্রদেশে কে এগিয়ে

উত্তর প্রদেশকে এখন বিজেপির ঘাঁটি বললেও খুব একটা ভুল বলা হবে না। এই রাজ্যই রাম মন্দির। স্বাভাবিকভাবেই এ রাজ্যে নির্বাচনী ফল নিয়ে যথেষ্ট আশাবাদী ছিল গেরুয়া শিবির। ভারতের রাজনীতিতে একটি কথা আছে, ‘উত্তর প্রদেশ যার, দিল্লির মসনদ তারই’।

ভোট গণনা যত এগোতে থাকে, ততই সামনে আসছে উল্টো ছবি। এখানে বিজেপিকে পিছিয়ে এগিয়ে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি।

দুপুর সোয়া ১২টা (বাংলাদেশ সময়) পর্যন্ত, উত্তর প্রদেশে বিজেপি জোট এনডিএ এগিয়ে ৩৭ আসনে। ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ৪২ আসনে। এখানে ইন্ডিয়া জোটের পেছনে এনডিও জোট। ইন্ডিয়া জোট এগিয়ে ৫ আসনে। ৮০ আসনের এ রাজ্য রাষ্ট্রীয় লোকদল এগিয়ে রয়েছে ১ আসনে।

ভোট গণনা যত এগোচ্ছে ততই চমকপ্রদ ফল দেখা যাচ্ছে। ফলাফলে শেষ হাসি কারা হাসবে, এনডিএ জোট না ইন্ডিয়া জোট তা জানতে শেষ ফলের জন্য অপেক্ষা করতেই হবে।

ভারতের লোকসভার ভোট গণনার ৪ ঘণ্টা পেরিয়েছে। শুরুর সময়ের মতো এখনো এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন এনডিএ জোট। দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের লাইভ আপডেটের (বাংলাদেশ সময় বেলা ১টা) তথ্য অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৯৭টি আসনে। আর বিরোধী ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে ২২৭টি আসনে। অন্য দল এগিয়ে ১৯ আসনে। ৫৪৩ আসনের মধ্য দিল্লিতে সরকার গঠনের জন্য দরকার ২৭২ আসন।

পশ্চিমবঙ্গের ৪২ আসন : এগিয়ে তৃণমূল না বিজেপি

এদিকে উত্তর প্রদেশের (৮০ আসন) পর যে রাজ্য সবচেয়ে বেশি আসন তা হলো পশ্চিমবঙ্গে ৪২ আসন। এ রাজ্যও পিছিয়ে বিজেপি। এখানে মততা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এগিয়ে ৩০ আসনে। আর বিজেপি এগিয়ে ১১টিতে।

৫৪৩ আসনের মধ্য দিল্লিতে সরকার গঠনের জন্য দরকার ২৭২ আসন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে