ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে ভাবে হার, আইসিসির কাছে অভিযোগ করলো শ্রীলঙ্কা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জুন ০৪ ১২:০১:২১
<p>দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে ভাবে হার, আইসিসির কাছে অভিযোগ করলো শ্রীলঙ্কা</p>

গতকাল গ্রুপ ‘ডি’ এর ম্যাচে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কার অধিনায়ক হাসারাঙ্গা। ব্যাট করতে নেমে ধারাবাহিক ভাবে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। সর্বোচ্চ ১৯ রান করে কুশাল মেন্ডিস। ১৯.১ ওভারে ৭৭ রানে অল-আউট হয় শ্রীলঙ্কা। যা এই সংস্করণে তাদের সর্বনিন্ম। টি-টোয়েন্টিতে দলটির আগের সর্বনিম্ন স্কোর ছিল ৮২। সেটি ছিল ২০১৬ সালে ভারতের বিপক্ষে।

এনরিক নটরাজ ৪ ওভারে ৭ রান দিয়ে নেন ৪ উইকেট। ৪ ওভারে ২২ রান দিয়ে ৪ উইকেট নেন কেশব মহারাজ। ৪ ওভারে ৯ রান দিয়ে ১ উইকেট নেন অটনিল বার্টম্যান। ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট নেন কারগিজো রাবাদা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারা দক্ষিণ আফ্রিকা। ২ বলে ৪ রান করেন রেজা হেন্ড্রিক্স। ১৪ বলে ১২ রান এইডেন মার্করাম। ২৮ বলে ১৩ রান করেন ট্রিস্টান স্টাবস। ২২ বলে ১৯ রান করেন হেনরি কেলাশন। ৬ বলে ৬ রান করেন ডেভিট মিলার। শেষ পর্যন্ত ৪ উইকেটে ১৬.২ ওভারে ৪ উইকেটে ৮০ রান করে তুলে ফেলে দক্ষিণ আফ্রিকা। ফলে ৬ উইকেটের বিশাল জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলে দক্ষিণ আফ্রিকা।

তবে ম্যাচ শেষ হতেই দ্রুত মাঠ ছাড়তে হয়েছে শ্রীলঙ্কাকে। শুধু ম্যাচ শেষের এই তাড়াহুড়োই নয়, শ্রীলঙ্কা ভুগেছে ম্যাচের আগেও। মায়ামি থেকে নিউইয়র্কে যাওয়ার পথে মায়ামি বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়ের কারণে সাত ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল দলটিকে। শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা ও স্পিনার মহীশ তিকশানা তো সরাসরিই বললেন, অন্যায্য সূচি ও লজিস্টিকাল অব্যবস্থাপনার শিকার হয়েছেন তাঁরা। এ ছাড়া দলটির ম্যানেজার মাহিন্দ হালানগোদা বলেছেন, আইসিসির কাছে এ নিয়ে লিখিতভাবে অভিযোগ করেছে শ্রীলঙ্কা দল।

তবে শ্রীলঙ্কার ম্যানেজার এটাও বলেছেন, অভিযোগ করতে বড্ড দেরি করে ফেলেছেন। এ নিয়ে এখন আর কিছু করার নেই বলেই মনে করছেন হালানগোদা।

তিকশানা ম্যাচের পর নিজেদের কষ্টের কথা বলেন, ‘আমাদের জন্য এটা অন্যায্য হয়ে গেছে। প্রতিটি ম্যাচের পরই আমাদের দৌড়াতে হবে। কারণ, চারটি ভিন্ন ভেন্যুতে খেলা পড়েছে আমাদের। এটা অন্যায়। ফ্লোরিডার মায়ামি থেকে ফ্লাইট ধরতে বিমানবন্দরে আট ঘণ্টার মতো অপেক্ষা করতে হলো। রাত ৮টার ফ্লাইট পেলাম ভোর ৫টায়। এটা অন্যায্য, তবে খেলায় এর প্রভাব পড়েনি।’

মায়ামিতে দেরি হওয়াতেই ম্যাচের আগের অনুশীলন বাতিল করে শ্রীলঙ্কা। কেন, তিকশানা সেই ব্যাখ্যায় বলেন, ‘হোটেল থেকে অনুশীলনের ভেন্যু ১ ঘণ্টা ৪০ মিনিটের পথ। আজ ম্যাচের দিনে তো ভোর ৫টায় উঠতে হয়েছে এখানে আসার জন্য।’

দুটি দল যে মাঠের কাছেই হোটেল পেয়েছে, সেটিও বললেন তিকশানা, ‘মাঠ থেকে মাত্র ১৪ মিনিটের দূরত্বে যে দুটি দল হোটেল পেয়েছে, তাদের নাম নাই–বা বললাম। আমাদের দূরত্ব ১ ঘণ্টা ৪০ মিনিটের। ওই দুটি দল একই ভেন্যুতে খেলবে, তাই কন্ডিশনও ওদের জানা থাকবে। একই ভেন্যুতে তারা অনুশীলন ম্যাচও খেলেছে। আর কেউ এমন সুবিধা পায়নি। আমরা ফ্লোরিডায় অনুশীলন ম্যাচ খেলেছি, আবার সেখানে খেলব তৃতীয় ম্যাচটি। পরেরবার সবাই এ নিয়ে চিন্তা করবে বলে আশা করছি। এ বছর তো আর কিছু বদলানোর সুযোগ নেই।’

হাসারাঙ্গাকে জিজ্ঞাসা করা হয়েছিল, লজিস্টিকস সমস্যার কারণেই শ্রীলঙ্কার এমন পারফরম্যান্স কি না। উত্তরে হাসারাঙ্গা এটাকেই বড় কারণ হিসেবে দেখাতে রাজি হলেন না, ‘আমরা এমনটা বলতে পারি না। কয়েকটা দিন খুব কঠিন ছিল। চার ভেন্যুতে চার ম্যাচ। এটা কঠিনই। এখানকার কন্ডিশন আমাদের জানা ছিল না। নিউইয়র্কে তো এটাই আমাদের প্রথম ম্যাচ ছিল। পরের ম্যাচ ডালাসে, সেখানকার কিছুও জানা নেই আমাদের। পরের ম্যাচটা ফ্লোরিডায়, সেখানে আমরা দুটি ম্যাচ খেলেছি। আমাদের জন্য একমাত্র ভালো খবর এটিই।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ