ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

উগান্ডাকে হারিয়ে দুটি বিশ্বরেকর্ড গড়লো আফগানিস্তান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জুন ০৪ ১১:০৪:৫০
<p>উগান্ডাকে হারিয়ে দুটি বিশ্বরেকর্ড গড়লো আফগানিস্তান</p>

আজ উগান্ডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে আফগানিস্তান। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় উগান্ডার অধিনায়ক। টস হেরে আগ ব্যাট করতে নেমে রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারীত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৩ রান স্কোর বোর্ডে জমা করে আফগানিস্তান।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫৮ রানে অল-আউট হয় উগান্ডা। ফলে ১২৫ রানের বিশাল জয় পায় আফগানিস্তান। বিশ্বকাপে এটি আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে জয়। আফগানিস্তানের সর্বোচ্চ রানের জয় এসেছে ২০২১ বিশ্বকাপে। স্কটল্যান্ডের বিপক্ষে ১৩০ রানে জিতেছিল আফগানিস্তান। এই দিন দুর্দান্ত পার্টনারশীপ গড়েন আফগানিস্তানের দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান।

১৪.৩ ওভারে ১৫৪ রানের জুটি গড়েন তারা। যা টি-টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটি। সব মিলিয়ে বিশ্বকাপেও দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটি এটি। সর্বোচ্চ ওপেনিং জুটি এসেছিল গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। ভারতের বিপক্ষে সেমিফাইনালে জস বাটলার ও অ্যালেক্স হেলস মিলে ১৭০ রানের জুটি গড়েছিলেন। আজ ৪৬ বলে ৭০ রান করেন জাদরান। গুরবাজ করেন ৪৫ বলে ৭৬ রান।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ২০ ওভারে ১৮৩ / ৫ (গুরবাজ ৭৬, জাদরান ৭০, নবী ১৪ *; কিয়েউতা ৪-০-২৫-২, মাসাবা ৪-০-২১-২, রামজানি ৪-০-৩৩-১)

উগান্ডা: ১৬ ওভারে ৫৮ / ১০ (ওবুয়া ১৪, রিয়াজাত ১১; ফারুকি ৪-০-৯-৫, নাভিন-উল-হক ২-০-৪-২, রশিদ ৪-০-১২-২)

ফল: আফগানিস্তান ১২৫ রানে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: ফজলহক ফারুকি (আফগানিস্তান)।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ