ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

শেষ হলো শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জুন ০৩ ২৩:৩৮:৫৬
<p>শেষ হলো শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল</p>

আজ গ্রুপ ‘ডি’ এর ম্যাচে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কার অধিনায়ক হাসারাঙ্গা। ব্যাট করতে নেমে ধারাবাহিক ভাবে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। সর্বোচ্চ ১৯ রান করে কুশাল মেন্ডিস। ১৯.১ ওভারে ৭৭ রানে অল-আউট হয় শ্রীলঙ্কা।

এনরিক নটরাজ ৪ ওভারে ৭ রান দিয়ে নেন ৪ উইকেট। ৪ ওভারে ২২ রান দিয়ে ৪ উইকেট নেন কেশব মহারাজ। ৪ ওভারে ৯ রান দিয়ে ১ উইকেট নেন অটনিল বার্টম্যান। ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট নেন কারগিজো রাবাদা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারা দক্ষিণ আফ্রিকা। ২ বলে ৪ রান করেন রেজা হেন্ড্রিক্স। ১৪ বলে ১২ রান এইডেন মার্করাম। ২৮ বলে ১৩ রান করেন ট্রিস্টান স্টাবস। ২২ বলে ১৯ রান করেন হেনরি কেলাশন। ৬ বলে ৬ রান করেন ডেভিট মিলার। শেষ পর্যন্ত ৪ উইকেটে ১৬.২ ওভারে ৪ উইকেটে ৮০ রান করে তুলে ফেলে দক্ষিণ আফ্রিকা। ফলে ৬ উইকেটের বিশাল জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলে দক্ষিণ আফ্রিকা।

শ্রীলঙ্কার হারে লাভ হতে পারে বাংলাদেশের। কেননা বাংলাদেশ যদি শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মধ্যে কোনো্এক দলকে হারাতে পারে তাহলে সুপার এইটে যাওয়া সহজ হবে। আর যেহেতু শ্রীলঙ্কা এক ম্যাচে হেরে গেলে সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারালেই সমীকরণ আরও সহজ হয়ে যাবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ