ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

প্রবাসীদের জন্য সুখবর: নতুন করে আরও ১০ দেশে থেকেই করা যাবে এনআইডি কার্ড

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জুন ০৩ ১১:৫১:২২
প্রবাসীদের জন্য সুখবর: নতুন করে আরও ১০ দেশে থেকেই করা যাবে এনআইডি কার্ড

ঈদুল আজহার পর আরও ১০ দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর আসছে। নির্বাচন কমিশন (ইসি) এই দেশগুলোতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিয়ে যাবে।

সম্প্রতি ইসি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির প্রধান নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বিষয়টি কমিশন বৈঠকে উপস্থাপনের নির্দেশ দিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার এবং সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম সফলভাবে শুরু হয়েছে। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, ইতালি, কুয়েত এবং কাতারে এই কার্যক্রমের উদ্বোধন হয়েছে। আগামী জুন মাসে যুক্তরাজ্যে এবং পরে সৌদি আরবে উদ্বোধন অনুষ্ঠান করা হবে।

ঈদুল আজহার পরে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে। কমিশন থেকে অনুমোদিত ১৬টি দেশের মধ্যে ৯টি দেশে (ওমান, বাহরাইন, জর্দান, সিঙ্গাপুর, লেবানন, লিবিয়া, অস্ট্রেলিয়া, মালদ্বীপ, কানাডা) এই কার্যক্রম নেওয়া বাকি। এই দেশগুলোতে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বিবেচনায় তিন ধাপে কার্যক্রম বাস্তবায়নের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দূতাবাস/হাইকমিশনের সঙ্গে পত্রযোগাযোগসহ সার্বিক সমন্বয় করা হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে