ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

রাতে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, আছে বিশাল চমক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জুন ০২ ১৫:৪৯:১০
রাতে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, আছে বিশাল চমক

আজ থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। চলতি আসরটি আয়োজন করছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ছিল না কোনো উদ্বোধনী অনুষ্ঠান। যার ফলে চারেদিকে হয়েছিল তুমুল আলোচনা সমালোচনা। তবে এইবার সেই ভুল করতে চায় না আইসিসি। যদিও বিশ্বকাপ শুরু হয়ে গেছে তারপরও উদ্বোধনী অনুষ্ঠান রেখেছে আইসিসি।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হবে উদ্বোধনী অনুষ্ঠান। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে আয়োজক ওয়েস্ট ইন্ডিজ।

আর এই ম্যাচের আগেই হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। খেলা শুরুর দুই ঘণ্টা আগে খুলে দেয়া হবে স্টেডিয়ামের গেট। অনুষ্ঠান চলবে ম্যাচের টস হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। সে হিসেবে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।

উদ্বোধনী অনুষ্ঠানে কারা পারফর্ম করবেন, সেই বিষয়ে সঠিক করে কিছু না জানালেও সেই বিষয়ে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। যেখানে গান ছাড়া অন্য কিছু না থাকার সম্ভাবনা খুব বেশি। জানা গিয়েছে, মিউজিকে স্টেজ মাতাতে দেখা যাবে ডেভিড রাডার, আনা ও আল্ট্রা, রবি বি, এরফান আলভেসকে।

বিশ্বকাপের এক মাস আগে গত ২ মে থিম সং প্রকাশ করেছিল আইসিসি যেখানে গান গাইতে দেখা গেছে বিখ্যাত র‍্যাপার শন পলকে। মূল প্রোগ্রামে তিনি গানটি স্টেজে আবার গাইবেন বলে জানা গেছে।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানটি দেখা যাবে বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টারের তালিকাভূক্ত টেলিভিশন চ্যানেলগুলোতে। স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডি, পিটিভি স্পোর্টস ও টেন স্পোর্টসে দেখা যাবে এবারের বিশ্বকাপ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ