ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

MD. Razib Ali

Senior Reporter

শেষ হলো আইপিএলের ফাইনাল ম্যাচ, শীর্ষে রয়েছেন মুস্তাফিজ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মে ২৬ ২৩:১৪:৫৩
শেষ হলো আইপিএলের ফাইনাল ম্যাচ, শীর্ষে রয়েছেন মুস্তাফিজ

দীর্ঘ ১০ বছরের অপেক্ষার পর আজ আবারও আইপিএলে শিরোপার স্বাদ পেল কলকাতা নাইট রাইডার্স। সব শেষ ২০১৪ সালে আইপিএল শিরোপা ঘরে তোলে বলিউড বাদশাহ শাহরুখ খানের দল। এর আগে ২০১২ সালে একবার চ্যাম্পিয়ন হয় দলটি। এবার দিয়ে তৃতীয় বারের মত শিরোপা জিতলো কলকাতা নাইট রাইডার্স।

ফাইনাল ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। তবে তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেনি দলের ব্যাটাররা। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারীত ২০ ওভারের আগেই ১৮.৩ ওভারে ১১৩ রানে অল-আউট হয় সানরাইজার্স হায়দরাবাদ। ১১৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৫৭ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌছে যায় কলকাতা তুলে নেয় ৮ উইকেটের বড় জয়।

আর আজকের ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে শেষ হলো আইপিএলের এবারের আসর। তবে আইপিএলের মাঝ পথে দেশে ফিরলেও বেশ কিছু রেকর্ডে শীর্ষে রয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

এবার আইপিএলে মাত্র ১০টি ম্যাচ খেলে দেশে ফিরতে হয়েছে মুস্তাফিজকে। তবে এই দশ ম্যাচেই তুলে নিয়েছেন ১৪ উইকেট। উইকেট শিকারি তালিকায় রয়েছেন ২১ তম স্থানে। তবে এবার আইপিএলে ১টি মেইডেন ওভার দিয়ে বিদেশি ক্রিকেটারদের তালিকায় রয়েছেন প্রথম স্থানে। তাছাড়া সব দেশি বিদেশিদের মধ্যে রয়েছেন ৫ম স্থানে। এছাড়াও এক ইনিংস সর্বোচ্চ ১৬টি ডট বল দিয়ে দেশি বিদেশিদের মধ্যে রয়েছেন ৬ষ্ট স্থানে আর শুধু বিদেশিদের মধ্যে রয়েছেন ১ম স্থানে। সর্বোচ্চ ১৭টি ডট বল করে ১ম স্থানে রয়েছেন মায়াঙ্ক যাদব।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ