ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

বিশাল লজ্জার রেকর্ড গড়লেন চাহাল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মে ২৫ ১৪:০৫:২৪
বিশাল লজ্জার রেকর্ড গড়লেন চাহাল

চলমান আসরে আইপিএল ইতিহাসের প্রথম বোলার হিসেবে উইকেটের ডাবল সেঞ্চুরি করার রেকর্ড গড়েন ভারতের তারকা লেগ স্পিনার যুবেন্দ্র চাহাল। ইতিহাস গড়ার পাশাপাশি লজ্জার রেকর্ড গড়লেন এই স্পিনার। এই রেকর্ডটি মনে রাখতে চায়বেন না তিনি। শুক্রবার আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা খাওয়া বোলারের বিব্রতকর লজ্জার রেকর্ড গড়েছেন রাজস্থান রয়েলসের এই স্পিনার।

পরিসংখ্যান বলছে, আইপিএল ক্যারিয়ারে ২২৪ ছক্কায় শীর্ষে আছেন চাহাল। তার পরেই আছেন পিযূষ চাওলা। টুর্নামেন্টের ইতিহাসে ২২২ ছক্কা হজম করেছেন তিনি। সেই সঙ্গে ১৯২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দুইয়ে আছেন চাওলা।

লজ্জার রেকর্ডে তৃতীয় স্থানে আছেন অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা। তিনি খেয়েছেন ২০৬ ছক্কা। আর চারে আছেন চাহালের সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন। ২০২ ছক্কা খেয়েছেন রাজস্থানের এই অফস্পিনার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ