ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

ব্রেকিং নিউজ: ফিক্সিংয়ের অভিযোগ উঠলো ব্রাজিলের তারকা ফুটবলারের বিরুদ্ধে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মে ২৪ ১৪:৫৩:২৩
ব্রেকিং নিউজ: ফিক্সিংয়ের অভিযোগ উঠলো ব্রাজিলের তারকা ফুটবলারের বিরুদ্ধে

কাতার বিশ্বকাপের পর থেকে সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিল জাতীয় ফুটবল দলের। টানা হারের মধ্যে যাচ্ছে তারা। মাঝে মধ্যে দুই একটা ম্যাচে জয় পেলেও ইনজুরিতে আছে দলের বেশ কয়েক জন তারকা ফুটবলার। যা তাদের ভুগাচ্ছে আরও বেশি। কাতার বিশ্বকাপের পর থেকে দলের তারকা ফুটবলার নেইমারের সার্ভিস পায়নি ব্রাজিল। কোপা আমেরিকা থেকেও ছিটকে গেছেন তিনি।

এরই মধ্যে আবার নতুন করে দু:সংবাদ পেল ব্রাজিল। মিডফিল্ডার লুকাস পাকুয়েতার বিরুদ্ধে উঠেছে ফিক্সিংয়ের অভিযোগ। তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান ও ডেইলি মেইল এমনটাই দাবি করেছে।

ব্রাজিলের এই তারকা ফুটবলারের বিরুদ্ধে মূলত বেটিং আইন লঙ্ঘনের অভিযোগ এনেছে এফএ। যদি এই অভিযোগ প্রমাণিত হয়ে যায় তাহলে ক্যারিয়ার শেষ হয়ে যাবে তার। কেননা ১০ বছর পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন তিনি।

আসন্ন গ্রীষ্মকালীন দলবদলের বাজারে পাকুয়েতাকে কিনতে চেয়েছিল বর্তমান লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ক্লাব ও খেলোয়াড় পর্যায়ে সমঝোতাও নাকি হয়ে গিয়েছিল। গুরুতর এই অভিযোগ ওঠার পর সেই চুক্তির আলাপ এখন ভেস্তে যাওয়ার সম্ভাবনায় প্রবল। এমনকি ওয়েস্ট হ্যাম তার পেশাদার ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার আশঙ্কা করছে।

একই সঙ্গে পাকুয়েতার বিরুদ্ধে তদন্তে অসহযোহিতা করার অভিযোগও আনা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ হলো- ২০২২ সালে তিনি লেস্টার সিটির বিপক্ষে এবং ২০২৩ সালে অ্যাস্টন ভিলা, লিডস ও বোর্নামাউথের বিপক্ষে ইচ্ছাকৃত হলুদ কার্ড দেখেছেন। রেফারির সঙ্গে তর্ক, বাজে আচরণ বা এমন কিছু করেছেন যাতে হলুদ কার্ড নিশ্চিত হয়।

ঐ সব ম্যাচের আগে নাকি পাকুয়েতা ব্রাজিলে তার বাড়ির অঞ্চলে ফোন করেছেন। সেখান থেকে তার হলুদ কার্ড পাওয়ার পক্ষে অনেক বাজি ধরা হয়েছে। পাকুয়েতার কাছে তদন্তের জন্য ফোন চাওয়া হয়েছিল। কিন্তু সেপ্টেম্বরে ফোন চাইলেও তিনি তা অক্টোবরে জমা দেন। যেটাকে অসহযোগিতা হিসেবে দেখছে এফএ’র তদন্ত কমিটি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ