ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

যে কারণে তামিমকে নিয়ে ফেসবুকে পোস্ট করে আবার ডিলিট করে দিলেন তাওহীদ হৃদয়

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মে ২৪ ০৮:৫৩:১৮
যে কারণে তামিমকে নিয়ে ফেসবুকে পোস্ট করে আবার ডিলিট করে দিলেন তাওহীদ হৃদয়

সিএ স্পোর্টস তাওহীদ হৃদয়ের নতুন স্পন্সর। যেটি হৃদয় তার অফিসিয়াল ফেসবুক পেইজে একটি পোস্টের মাধ্যমে জানায়। এই পোস্টটিতে 'তামিম ইকবালের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ' করেন তিনি। ব্যাপারটা কিন্তু খুবই সাধারণ একটা বিষয় হওয়ার কথা ছিল। তবে বিপত্তিটা ঘটলো, হঠাৎ করে হৃদয় যখন তার পোস্টটি ফেসবুক থেকে সরিয়ে নিলেন।

হ্যাঁ, পোস্ট করার পর হঠাৎ সরিয়ে নেওয়ার যে ব্যাপারটা, সেটা অবশ্যই একটা সিরিয়াস ইস্যু। মানে একটাবার ভাবুন যে হৃদয়ের মত একজন প্লেয়ার এই পোস্ট করে সরিয়ে কেন নিবে? কিসের ভয়ে? কিসের এত চাপ?

জ্বি হ্যাঁ, দেশের ক্রিকেটের ভেতরে ভয়ংকরভাবে একটা নোংরা রাজনীতি ভর করেছে। ড্রেসিংরুমে অবস্থা ভীষণ নাজুক। তরুণ প্লেয়াররা নিজের মনের ভাব প্রকাশ করতে পারে না, সবসময় তারা ভীত থাকে। কোন কাজই তারা নিজেদের মর্জিমাফিক করতে পারে না। সবসময় তাদের একটাই চিন্তা, কোনটা করলে কি হবে? - কে মনখারাপ করবে।

এখানে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করলেও নির্ভার থাকতে পারে না তারা। হৃদয়ের কথাই ধরুন না, নিয়মিত ছেলেটা রান করছে । দলের সবাই যখন ব্যর্থ তিনি তঝন ধারাবাহিকভাবে দারুণ সব ইনিংস খেলে যাচ্ছন। তবুও 'x-y-z' দের জন্য তার ভীত থাকতে হয়।

বাংলাদেশ দল আর আগের সেই দল নেই। দলটা একেবারেই বোধহয় শেষ হয়ে গিয়েছে। আহা! একটা সময় কি দারুণ সময় ছিল আমাদের। এখন শুধু দলে চলে রাজনীতি! পুরো ছত্রভঙ্গ একটা দল, একতা নাই, যেন কিছুই আর অবশিষ্ট নেই আমাদের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ