ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

MD. Razib Ali

Senior Reporter

বিসিবির কারণে ২০২৫ আইপিএলের জন্য মুস্তাফিজকে রিটেইন করবে না চেন্নাই

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মে ১৯ ১০:২৫:৩৬
বিসিবির কারণে ২০২৫ আইপিএলের জন্য মুস্তাফিজকে রিটেইন করবে না চেন্নাই

চলমান আইপিএল শেষের পথে। ইতিমধ্যে বিদায় নিয়েছে বেশ কয়েকটি দল। প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে চার দল। তবে শেষ ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে ২৭ রানে হেরে আইপিএল থেকে বিদায় নিয়েছে চেন্নাই সুপার কিংস। প্লে-অফে যেতে হলে না জিতলেও চলতে চেন্নাই সুপার কিংসের। সেক্ষেত্রে ১৮ রানের কম ব্যবধানে হারতে হতে চেন্নাই সুপার কিংসকে। কিন্তু সেইটাও করতে পারেনি চেন্নাই সুপার কিংস।

এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে মাঠ মাতিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তবে জিম্বাবুয়ের সিরিজের কারণে দেশে ফিরতে হয় তাকে। কেননা তাকে পুরো আইপিএল খেলার ছাড়পত্র দেয়নি বিসিবি। তবে এখন ভক্তদের মনে একটাই প্রশ্ন ২০২৫ আইপিএলে কি মুস্তাফিজকে রিটেইন করবে চেন্নাই সুপার কিংস।

এর উত্তর দিয়েছে চেন্নাই সুপার কিংসের ম্যানেজার রাসেল রাধাকৃষনান। তিনি জানান যদি বিসিবি মুস্তাফিজকে পুরো আসরের জন্য ছাড়ে তাহলে তাকে আমরা রিটেইন করবো। তবে এই ক্ষেত্রে বরাবর বিসিবি বাধা হয়ে দাড়ায়। ক্রিকেটারদের বাইরে খেলতে দিতে চায় না। দেখায় না অজুহাত। তাইতো প্রশ্ন উঠেছে হয়তো বিসিবির কারণে মুস্তাফিজকে রিটেইন করবে চেন্নাই সুপার কিংস।

জনপ্রিয় ক্রিকেট ওয়েব সাইট ক্রিক ট্রেকারের এক সাক্ষাৎকারে চেন্নাই দলের ম্যানেজার রাসেল রাধাকৃষনান বললেন, "প্রথম থেকেই এবার আমরা খুব ভাল ছন্দে ছিলাম। আমরা সব সময় চেষ্টা করি ভারসাম্য রেখে দল তৈরি করতে। সেই হিসেবেই এবার দল করেছিলা। কিন্তু মাঝে ইনজুরি আর অনাকাঙ্খিত পরিবর্তনের জন্য দলে ছন্দ কিছুটা পতন হয়েছিল। তবে আমরা সেইটা ওভারকাম করতে পেরেছি। পাথিরানাকে আমরা অবশ্যই রিটেন করবো। তাছাড়া মুস্তাফিজকে যদি তার বোর্ড পুরো আসরের জন্য খেলার অনুমতি দেয় তাহলে তাকেও আমরা রিটেনের তালিকায় রাখবো।"

এবারের আইপিএলে মুস্তাফিজ ৯ ম্যাচ খেলে ১৪ উইকেট শিকার করেন। আইপিএল ছাড়ার আগে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের তালিকাতে শীর্ষ দুইয়ে ছিলেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ