আইপিএলের প্লে-অফ নিশ্চিত করলো যে ৪ দল

সবাকে অবাক করে টানা ৬ ম্যাচ জিতে আইপিএলের প্লে-অফে জায়গা করে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ৮ ম্যাচে ৭টি হারে বেঙ্গালুরু। এরপরের ইতিহাস সবার জানা। গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে চেন্নাই সুপার কিংস ২৭ রানে হেরে আইপিএল থেকে বিদায় নিয়েছে। আর প্লে-অফের টিকিট নিশ্চিত হয়েছে বেঙ্গালুরুর। ৪র্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করলো কোহলিরা।
তবে এক ম্যাচ হাতে রেখে এর আগে তৃতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে সানরাইজার্স হায়দরবাদ। এবারের আসরে যত রেকর্ড আছে সব গড়ে ফেলেছে হায়দরাবাদের ব্যাটাররা। প্রায় ম্যাচে ছক্কা বৃষ্টি দেখা যাচ্ছে। গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচটি পরিত্যাক্ত হওয়াতে ১ পয়েন্ট পায় হায়দরাবাদ তাতেই প্লে-অফ নিশ্চিত হয়ে যায় প্যাট কামিন্সদের। এখন পর্যন্ত ১৩ ম্যাচে ৭ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে তারা। এক ম্যাচ বাকি থাকায় হায়দরাবাদের সামনে দুইয়ে ওঠার সুযোগ রয়েছে।
সবার আগে প্লে-অফ নিশ্চিত করে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। হাতে আরও একটি ম্যাচ আছে তাদের। চলতি আসরে দুর্দান্ত ছন্দে আছে কলকাতা। ১৩ ম্যাচে ৯ জয় এবং পরিত্যক্ত হওয়া একটি লড়াইয়ের পর তাদের পয়েন্ট ১৯। তবে এই পয়েন্ট আরও বাড়তে পারে কেননা তাদের হাতে আরও একটি ম্যাচ আছে। টেবিলের দুইয়ে থাকা রাজস্থানের সঙ্গে শ্রেয়াশ আইয়ারের দলটি লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে।
অন্যদিকে, সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থানকে ভাবা হচ্ছিল এই আসরের সবচেয়ে ফেবারিট হিসেবে। কারণ শুরুর ৯ ম্যাচের মধ্যে ৮টিতেই তারা জিতে যায়। কিন্তু এরপরই তাদের ছন্দপতন। টানা চার ম্যাচ হেরে যেন স্যামসনরা নিজেদের হারিয়ে খুঁজছেন। হেরেছেন অনেক আগেই বিদায় নিশ্চিত হওয়া দলগুলোর বিপক্ষেও। কলকাতার বিপক্ষে আজকের ম্যাচ দিয়ে তারা লিগ পর্ব শেষ করবে। আরেক ম্যাচে তিনে থাকা হায়দরাবাদ খেলবে পাঞ্জাব কিংসের বিপক্ষে।
এর আগে টেবিলের তলানিতে থেকে নিজেদের আইপিএল আসর শেষ করেছে পাঁচবারের শিরোপাধারী আরেক দল মুম্বাই ইন্ডিয়ান্স। ১৪ ম্যাচে তাদের জয় কেবল ৪টি। তাদের ওপরের স্থানে রয়েছে এক ম্যাচ বাকি থাকা পাঞ্জাব। ১৩ ম্যাচে তারা ৫টিতে জিতেছে। এ ছাড়া পাঁচ থেকে আটে যথাক্রমে আছে চেন্নাই, দিল্লি ক্যাপিটালস, লখনৌ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটান্স। প্রথম তিন দল সাত ম্যাচ করে জিতেছে, নেট রানরেটের কারণে বিদায় হয়েছে তাদের। শেষ দুই ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়া গুজরাট জিতেছে পাঁচটিতে।
কলকাতা, রাজস্থান, হায়দরাবাদ ও বেঙ্গালুরু– বর্তমানে আইপিএলের টেবিলের শীর্ষ চারে অবস্থান দলগুলোর। যদিও তাতে পরিবর্তন আসতে পারে আজ রাতে। শীর্ষ দুইয়ে থাকা দল দুটি প্লে-অফে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে। সেখানে বিজয়ী দল ওঠে যাবে সরাসরি ফাইনালে। এরপর তিন–চারে থাকা দুই দল খেলবে এলিমিনেটর ম্যাচ, যারা হারবে তাদের বিদায় এবং জয়ী দল ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম কোয়ালিফায়ারে পরাজিতদের মোকাবিলা করবে। ২৬ মে ফাইনাল দিয়ে শেষ হবে আইপিএলের ১৭তম আসরের।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ৫ জন
- প্যারোলে মুক্তি পেল আওয়ামী লীগ নেতা
- নির্বাচনী আসন ভাগাভাগি করলো এনসিপির প্রার্থীরা
- মেহেদী হাসান মিরাজের নতুন নাম দিল আইসিসি
- সুখবর: দীর্ঘ অপেক্ষার পর আরব আমিরাতের ভিসা চালু
- নতুন ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে ৩ ক্রিকেটার
- বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক, জরুরি পদক্ষেপ নিলেন ডিএসই চেয়ারম্যান
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা
- শান্ত বাদ, তবে নতুন অধিনায়ক মিরাজ নয়
- শেখ হাসিনা ও মার্কিন গোয়েন্দা প্রধানের তুলসীর বৈঠক নিয়ে যা জানা গেল
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সরাসরি জানালেন প্রধান উপদেষ্টা
- দুই আসন থেকে নির্বাচন করবেন নাহিদ ইসলাম
- আজকের সৌদি রিয়াল রেট বিনিময় হার
- আজ বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- বড় সুখবর পেল সরকারি কর্মকর্তা-কর্মচারীরা