ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

'ধোনি নয়, চেন্নাইয়ের অধিনায়ক হওয়ার কথা ছিল আমার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মে ১৮ ২০:৩৬:৩২
'ধোনি নয়, চেন্নাইয়ের অধিনায়ক হওয়ার কথা ছিল আমার

এবারের আইপিএল দিয়ে হয়তো অবসরে যাবেন ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক ধোনি। কেননা এই বছর আইপিএলে যেভাবে খেলছে ধোনি তাতে পরবর্তি আইপিএলে ধোনিকে দেখা যাবে কিনা তানিয়ে আছে সন্দেহ। পুরো আইপিএলে কঠিন ব্যাথা নিয়ে খেলে যাচ্ছেন তিনি।

কিন্তু যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তাতে তার খেলা চালিয়ে যাওয়া মানে দলকেই বিড়ম্বনায় ফেলা। শুরুর দিকে বোঝা যায়নি ধোনির শারীরিক সমস্যা কতটা রয়েছে, কারণ প্রবল যন্ত্রণা তিনি বুঝতে দেননি। সমর্থকদের ভালোবাসার কথা ভেবে নির্দ্বিধায় খেলে গেছিলেন। কিন্তু আইপিএলের মাঝপর্বেই দেখা যায় সিএসকের তারকা পিঠের ব্যথায় কাবু।

পায়েও আইস ব্যাগ লাগাতে হচ্ছে। চেন্নাই সুপার কিংসকে দিয়েছেন ৫টি আইপিএল। ফলে তাঁর প্রতি একটা আলাদা ভালোবাসা রয়েছে সমর্থক, কোচ, ফ্র্যাঞ্চাইজি মালিকদের। তাই তাঁরাও চান ধোনি যেন খেলা চালিয়ে যান, কিন্তু আর হয়ত খুব বেশিদিন তা সম্ভব হবে না। এরই মধ্যে অদ্ভূত দাবি করে বসলেন ধোনির নেতৃত্বে জাতীয় দলে খেলা বীরেন্দ্র সেহওয়াগ। সিএসকে নাকি ধোনিকে অধিনায়ক করতে চায়নি, জানাচ্ছেন বীরু।

নজফগড়ের নবাব বীরেন্দ্র সেহওয়াগ বরাবরই এমন কথা প্রকাশ্যে এনে দেন, জাতে আলোড়ন পড়ে যায় ক্রিকেটে। এবার তিনি দাবি করলেন, মহেন্দ্র সিং ধোনিকে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে ভাবাই হয়নি শুরুর দিকে। ২০০৮ সালে প্রথম আইপিএল শুরুর আগে তাঁর কাছে ছিল প্রস্তাব। কিন্তু তিনি সেই প্রস্তাব না গ্রহণ করতেই সিএসকে তাঁদের অধিনায়ক হিসেবে বেছে নেয় মাহিকে। নিজের আইপিএল কেরিয়ারে দিল্লি ডেয়ারডেভিলস এবং পঞ্জাব কিংসের হয়ে খেলেছেন বীরু।

সেহওয়াগ এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ চেন্নাইয়ের তখন দল গড়ার দায়িত্বে ছিলেন ভিবি চন্দ্রশেখর। আমায় উনি ফোন করে বলেছিলেন দিল্লি তোমায় আইকন প্লেয়ার হিসেবে নিতে চাইছে। তুমি ওদের প্রস্তাবে সম্মতি দিও না। আমরা তোমায় নিতে চাই, এরপর আমি বলেছিলাম ঠিক আছে, দেখা যাক’। এরপর দিল্লি ডেয়ারডেভিলসের তরফ থেকে প্রস্তাব আসতে আর নিলামে ওঠেননি সেহওয়াগ। তিনি স্পষ্টতই দাবি করেছেন, তখন যদি তিনি রাজি হতেন তাহলে সিএসকে তাঁকে অধিনায়ক করত, তিনি রাজি না হওয়াতেই ধোনিকে নেয় তাঁরা।

সেহওয়াগের এই দাবির পর অবশ্য ধোনিভক্তদের একাংশ তাঁকে ধন্যবাদই দিয়েছেন। কারণ বীরেন্দ্র সেহওয়াগ দিল্লি ক্যাপিটালসে প্রায় ৬ বছর থাকলেও একবারও তাঁর দল চ্যাম্পিয়ন হয়নি, এরপর পঞ্জাবে গেলেও তিনি দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি। ধোনি অবশ্য ইতিমধ্যেই দলকে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন করে প্রতিযোগিতার ইতিহাসে অন্যতম সফলতম অধিনায়ক।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ