ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

মাহমুদউল্লাহকে অবিশ্বাস্য উপাধি দিলেন কোচ হাথুরুসিংহে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মে ১৮ ১৪:৫৬:১২
মাহমুদউল্লাহকে অবিশ্বাস্য উপাধি দিলেন কোচ হাথুরুসিংহে

মাহমুদউল্লাহ রিয়াদ অধিনায়ক হয়ে খেলেছিলেন ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে সেই আসরে ভালো পারফরমেন্স করতে পারেননি তিনি। ফলে মাহমুদউল্লাকে ছাড়াই ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায় বাংলাদেশ। তবে বছর না ঘুরতেই আবারও দুর্দান্ত পারফরমেন্স করে জাতীয় দলের অন্যতম ভরসার পাত্র হয়ে উঠেছেন তিনি। তাইতো ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে মাহমুদউল্লাহকে বাংলাদেশ দলের 'স্পিরিট' বলছেন চান্ডিকা হাথুরুসিংহে।

মাহমুদউল্লাহ মুলত বেশি সমালোচিত হয়েছিলেন তার ধীর গতির ব্যাটিংয়ের কারণে। তবে তার ব্যাট থেকে রান আসছিল নিয়মিত। স্ট্রাইক রেট ছিল অনেক কম। তার সাথে মাহমুদউল্লাহর ফিটনেস নিয়ে হয়েছে বেশ আলোচনা। তবে এই বয়সে এসেও নিজের দুর্দান্ত পারফরমেন্স দিয়ে আবারও নিজেকে প্রমাণ করেছেন।

মিডল অর্ডারের নিচের দিকে ব্যাটিং করে শ্রীলঙ্কা সিরিজে দুই ইনিংসে ১৬৮.৭৫ স্ট্রাইক রেটে ৫৪ রান করেন তিনি। তারপর জিম্বাবুয়ের বিপক্ষে তিন ইনিংসে ১৩৯.০৬ স্ট্রাইক রেটে করেন ৮৯ রান। সাম্প্রতিক সময়ে তার এমন পারফরম্যান্সে স্বপ্ন দেখছেন হাথুরুসিংহে।

বিসিবি প্রকাশিত ভিডিওবার্তায় তিনি বলেন, 'মাহমুদউল্লাহ সম্ভবত এই দলটির 'স্পিরিট'। সে ড্রেসিংরুমে অসাধারণ এক প্রশান্তি বয়ে এনেছে। যখন সে কথা বলে বাকিরা শোনে। আমি মনে করি তার মাথাও (ক্রিকেটীয়) খুব ভালো। সম্প্রতি তার ব্যাটিং অন্য পর্যায়ে চলে গেছে। সে খুবই নির্ভীক ব্যাটিং করছে...যা দলের জন্য খুবই ভালো। বিশ্বকাপে সে চাপের মুহূর্তগুলো সামলে নেবে এবং তরুণদের পথ দেখাবে।'

কাগজে-কলমে এটাই মাহমুদউল্লাহর শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার মতো শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানও। এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো আসরে খেলা সাকিবের প্রতিও অনেক প্রত্যাশা হাথুরুসিংহের।

তিনি আরও বলেন, 'সে এই খেলাটির একজন কিংবদন্তি। আমরা জানি সাকিব সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপই খেলেছে। এটা তার জন্যে খুব বড় একটি বিশ্বকাপ হতে যাচ্ছে। আমি আশা করব তিন বিভাগেই সে অবদান রাখবে। সে অসাধারণ একজন নেতাও। খেলোয়াড়দের সঙ্গে সে দারুণভাবে মিশে। সবাই তাকে শ্রদ্ধাও করে। সে ম্যাচের পরিস্থিতি খুব ভালো বুঝতে পারে।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ