ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

কোপা আমেরিকার আগে দুইটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, দেখেনিন সূচি ও প্রতিপক্ষের নাম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মে ১৭ ১৭:০৭:৩০
কোপা আমেরিকার আগে দুইটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, দেখেনিন সূচি ও প্রতিপক্ষের নাম

ল্যাটিন আমেরিকার শ্রেষ্টত্বের লড়াই কোপা আমেরিকার আর বেশি দিন নেই। চলতি বছরের ২০ জুন মঠে গড়াবে এবারের আসর। টুর্নামেন্টর প্রথম ম্যাচেই মাঠে নামবে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। তবে কোপা আমেরিকার আগে নিজেদের ঝালিয়ে নিতে দুইটি প্রীতি ম্যাচ খেলবে মেসিরা। এই দুই ম্যাচের সূচি ও প্রতিপক্ষ নির্ধারীত হয়ে গেছে বলে জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

কোপা আমেরিকার আগে আর্জেন্টিনার দুই প্রীতি ম্যাচের সূচি নিম্নলিখিত:

ম্যাচ 1:

তারিখ: 9 জুন

স্থান: শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়াম, চিকাগো

প্রতিপক্ষ: ইকুয়েডর

ম্যাচ 2:

তারিখ: 14 জুন

স্থান: ওয়াশিংটন ডিসি

প্রতিপক্ষ: গুয়েতেমালা

এই দুটি ম্যাচে লিওনেল মেসির দল মাঠে নামবে। এরপর কোপা আমেরিকার ম্যাচে আর্জেন্টিনা কানাডার সাথে মুখোমুখি হবে, যা ২০ জুনে আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে খেলা হবে। তারপর, ২৫ জুনে নিউজার্সিতে চিলির সাথে মুখোমুখি হবে মেসির দল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ