ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

ধোনির এক কথাতেই তৈরি হয়ে গেল একটা পুরো সিনেমা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মে ১৬ ১৬:৩৭:০৪
ধোনির এক কথাতেই তৈরি হয়ে গেল একটা পুরো সিনেমা

নতুন ছবি আসছে জাহ্নবী কাপুর এবং রাজকুমার রাওয়ের। সেই সিনেমার নাম ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। সেই ছবিটি নাকি তৈরি হয়েছে মহেন্দ্র সিং ধোনির সংবাদ সম্মেলনে বলা একটি কথা থেকে! এমন তথ্য জানিয়েছেন জাহ্নবী নিজেই।

পরিচালক শরণ শর্মার সেই ছবিতে জাহ্নবী রয়েছেন এক চিকিৎসকের চরিত্রে। তার স্বামীর চরিত্রে রাজকুমার। তিনি সাবেক ক্রিকেটারের চরিত্রে অভিনয় করেন।

ছবির একটি গান প্রকাশ্যে এসেছে। সেই অনুষ্ঠানে জাহ্নবী বলেন, ধোনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, “ফলটা গুরুত্বপূর্ণ নয়, প্রক্রিয়াটাই আসল। সৎ ভাবে যদি পরিশ্রম করা হয়, তাহলে ফল ঠিক পাওয়া যাবে। তাতে যদি কখনো ব্যর্থ হতে হয়, তাতেও ক্ষতি নেই।” ধোনির বলা এই লাইনই ছিল ছবি বানানোর অনুপ্রেরণা। আশা করি তার এই ভাবনাকে সম্মান জানাতে পেরেছি আমরা।

সিনেমার জন্য ক্রিকেট খেলা শিখেছেন জাহ্নবী। তিনি বলেন, প্রচুর পরিশ্রম করেছি। গত দু’বছর ধরেই অনুশীলন করছি। আমাদের পরিচালক খুব খুঁতখুঁতে। তিনি চেয়েছিলেন আমি এই ছবির জন্য ক্রিকেটার হয়ে উঠি। কোনো ভিএফএক্স ব্যবহার করা হয়নি।

জাহ্নবী আরো বলেন, অনুশীলনে প্রচুর চোট পেয়েছি। আমার দুই কাঁধের হার সরে গিয়েছিল। আমাকে ক্রিকেট খেলা শিখিয়েছিলেন অভিষেক নায়ার এবং বিক্রান্ত স্যর। তারাও আমার সঙ্গে প্রচুর পরিশ্রম করেছেন। প্রতি মুহূর্তে আমাকে হাতে ধরে শিখিয়েছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ