ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

ভক্তদের কান্নার সাগরে ভাসিয়ে বিদায় বলে দিলেন জেমস অ্যান্ডারসন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মে ১১ ১৮:৪২:৫১
ভক্তদের কান্নার সাগরে ভাসিয়ে বিদায় বলে দিলেন জেমস অ্যান্ডারসন

ইংল্যান্ডের লিভিং লিজেন্ড জেমস অ্যান্ডারসন। ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে লর্ডসে টেস্টে অভিষেক এই তারকা পেসারের। যেই মাঠে নিজের অভিষেক হয়েছে সেই লর্ডসেই নিজের ক্যারিয়ারের ইতি টানতে চান জেমস অ্যান্ডারসন। আসন্ন গ্রীষ্মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে অবসর নেবেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

অ্যান্ডারসন বলেন, ‘সবাইকে শুভেচ্ছা, গ্রীষ্মে লর্ডস টেস্টই আমার ক্যারিয়ারের শেষ টেস্ট। ২০ বছর দেশকে নেতৃত্ব দেয়া দারুণ ব্যাপার। এটা এমন একটা খেলা যা ছোটবেলা থেকে আমি খেলতে পছন্দ করি। ইংল্যান্ডের হয়ে মাঠে নামাটা মিস করতে যাচ্ছি। কিন্তু সরে যাওয়ার জন্য এখনই সেরা সময় এবং অন্যদের স্বপ্নকে উপলব্ধি করার সুযোগ দেয়া যেমনটা আমি পেয়েছিলাম। কারণ এর চেয়ে ভালো কোন অনুভূতি নেই।

‘ড্যানিলা, লোলা, রুবে এবং আমার বাবা-মার ভালোবাসা ও সমর্থন ছাড়া এসব করতে পারতাম না। তাদের সবাইকে অনেক ধন্যবাদ। এ ছাড়া যেসব খেলোয়াড় এবং কোচেরা আমাকে বড় হতে সেরা কাজগুলো করেছেন তাদেরও ধন্যবাদ। নতুন চ্যালেঞ্জের জন্য আমি রোমাঞ্চিত এবং গলফে আরও বেশি সময় কাটাতে পারব। বছরের পর বছর যারা আমাকে সমর্থন দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। এটা আমার জন্য অনেক কিছু যদিও এটা আমার মুখে দেখা যায় না।’

এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১৮৭টি টেস্ট খেলেছেন অ্যান্ডারসন। ৭০০টি উইকেটধারী এই পেসার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩২ বার। দুই ইনিংস মিলিয়ে ম্যাচে ১০ উইকেট নিয়েছেন মোট ৩ বার। এক ইনিংসে সেরা বোলিং পারফর্ম্যান্স ৪২ রানে ৭ উইকেট। ব্যাট হাতে টেস্টে এক হাফসেঞ্চুরির পাশাপাশি ১৩৫৩ রান সংগ্রহ করেছেন অ্যান্ডারসন। মূলত টেস্টই ছিল তার এতদিন আন্তর্জাতিক ক্রিকেটে থাকার প্রধান কারণ। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তিনি অনেক আগেই মাঠে নেমেছিলেন। ১৯৪টি ওয়ানডেতে ২৬৯ এবং ১৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি ১৮ উইকেট শিকার করেছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ