ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

ম্যাচ জিতলেও টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে নতুন লজ্জার রেকর্ড গড়লো বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মে ১১ ১৪:০৫:৪৫
ম্যাচ জিতলেও টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে নতুন লজ্জার রেকর্ড গড়লো বাংলাদেশ

জিম্বাবুয়ে বিপক্ষে ৪র্থ টি-টোয়েন্টি ম্যাচে হারতে হারতে জয় পেয়েছে বাংলাদেশ। শেষ ওভারে সাকিবের দুর্দান্ত বোলিংয়ে ৫ রানের জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে টানা চার জিতে নিয়েছে বাংলাদেশ। ফলে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে টাইগাররা। পঞ্চম টি-টোয়েন্টি জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াস করতে চায় টাইগাররা।

টস হেরে প্রথম ব্যাট করতে নেমে সৌম্য সরকার ও তামিমের উদ্বোধনী জুটিতে ৬৮ বলে ১০১ রানের পার্টনারশীপ গড়ে বাংলাদেশ। যার ফলে বিশাল সংগ্রহের স্বপ্ন দেখছিল ভক্ত সমর্থকরা। তবে সবাইকে হাতাশ করে শান্ত সাকিবরা। সব কয়টি উইকেট হারিয়ে ১৪৩ রান করে বাংলাদেশ। এক সময় হারতে বসেছিল বাংলাদেশ। তবে দুই অভিজ্ঞ ক্রিকেটার পারফর্ম করায় শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এই ম্যাচে জয় পেলেও বিশাল লজ্জার রেকর্ড গড়েছে টাইগাররা। যা টি-টোয়েন্টির ইতিহাসে নেই আরও কারও। গতকাল ওপেনিং জুটিতে ১০১ রান তোলো তানজিদ তামিম ও সৌম্য সরকার। তবে এরপর বাংলাদেশের ব্যাটিং লাইনআফ ভেঙে পড়ে তাসের ঘরের মত। মাত্র ৩৫ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ। ১ বল বাকি থাকতেই ১৪৩ রানে গুটিয়ে যায় তারা। আর এতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের প্রায় ২০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এক রেকর্ড গড়ে বাংলাদেশ। যা নেই আর কারও।

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে ২০০৫ সালে যাত্রা শুরু করে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট। এরপর প্রায় ২০ বছর পেরিয়ে গেছে, এর মধ্যে খেলা হয়েছে ২৬০১টি ম্যাচ। এরমধ্যে কোন ম্যাচেই প্রথমে ব্যাটিং করে প্রথম উইকেটে ১০০ রানের জুটির পর কোন দলই অলআউট হয়নি। তবে টি-টোয়েন্টির ২৫৯৯ তম ম্যাচে এসে এই রেকর্ডটি ভাঙ্গলো। ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে প্রথম দল হিসেবে প্রথম জুটিতে ১০০ রান করার পরও অলআউট হলো বাংলাদেশ। অবশ্য অনাকাঙ্খিত এই রেকর্ডের দিনে যদিও শেষ পর্যন্ত হাসি নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ