ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

জিম্বাবুয়ে সিরিজ শেষ হওয়ার আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজের সূচি ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মে ১১ ১২:২৫:৩৯
জিম্বাবুয়ে সিরিজ শেষ হওয়ার আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজের সূচি ঘোষণা

চলছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরই মধ্যে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের সূচি ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। যদিও এই সিরিজ অনুষ্টিত হবে বছরের শেষ দিকে।

চলতি বছরের নভেম্বর ডিসেম্বরে শুরু হবে সিরিজটি। ২২ নভেম্বর টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। সিরিজের প্রথম টেস্টের ভেন্যু রাখা হয়েছে অ্যান্টিগায়। আর দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে ৩০ নভেম্বর থেকে জ্যামাইকায়।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে ৮, ১০ ও ১২ ডিসেম্বর। সবগুলো ম্যাচই হবে সেন্ট কিটসে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৫ ডিসেম্বর থেকে। সিরজের শেষ দুটি টি-টোয়েন্টি যথাক্রমে ১৭ ও ১৯ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ রাখা হয়েছে সেন্ট ভিনসেন্টে।

বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি-

প্রথম টেস্ট, ২২-২৬ নভেম্বর, অ্যান্টিগা

দ্বিতীয় টেস্ট, ৩০-৪ ডিসেম্বর, জ্যামাইকা

প্রথম ওয়ানডে, ৮ ডিসেম্বর, সেন্ট কিটস

দ্বিতীয় ওয়ানডে, ১০ ডিসেম্বর, সেন্ট কিটস

তৃতীয় ওয়ানডে, ১২ ডিসেম্বর, সেন্ট কিটস

প্রথম টি-টোয়েন্টি, ১৫ ডিসেম্বর, সেন্ট ভিনসেন্ট

দ্বিতীয় টি-টোয়েন্টি, ১৭ ডিসেম্বর, সেন্ট ভিনসেন্ট

তৃতীয় টি-টোয়েন্টি, ১৯ ডিসেম্বর, সেন্ট ভিনসেন্ট

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ