ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

চলতি মাসে বয়ে যেতে পারে ৫টি তাপপ্রবাহ

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মে ০৪ ১২:৪০:৫৬
চলতি মাসে বয়ে যেতে পারে ৫টি তাপপ্রবাহ

চলতি সপ্তাহে সারা দেশে বৃষ্টিতে তাপমাত্রা কমতে পারে। তবে আগামী শনিবারের (১১ মে) পর থেকে ফের তাপপ্রবাহ শুরু হতে পারে। এ মাসে ২টি অতি তীব্র এবং ৩টি ছোট বা মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। শনিবার (৪ মে) সকালে সময় সংবাদকে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

এপ্রিলের মতো তীব্র না হলেও মে মাসের প্রথম সপ্তাহে ভ্যাপসা গরমে পুরছে রাজধানী ঢাকা। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানালেন, শনিবার রাতে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৩০ শতাংশ। তাপমাত্রা নিয়ে তিনি বলেন, সাধারণত মে মাসের গড় তাপমাত্রা থাকে ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। তবে এ মাসে স্বাভাবিকের চেয়ে গড় তাপমাত্রা বেশি থাকবে।

‘আগামী ১১ মে’র পর আবার তাপপ্রবাহ শুরু হতে পারে। তবে এপ্রিলের চেয়ে মে মাসের তাপমাত্রা কম থাকবে। মে মাসে ১ থেকে ২টি তীব্র বা অতি তীব্র তাপপ্রবাহ ও ২ থেকে ৩টি ছোট বা মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে’, যোগ করেন ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এ আবহাওয়াবিদ আরও জানান, সোমবারের (৬ মে) পর সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রতি বছর মে মাসে গড়ে ১৩ দিন বজ্রবৃষ্টি হয়। এবারও তেমনই হতে পারে। বজ্রপাতের সময় সবাইকে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছেন ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে