ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

তাপমাত্রা কবে থেকে কমবে জানালো আবহাওয়া অফিস

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ এপ্রিল ৩০ ১৩:০১:৫০
তাপমাত্রা কবে থেকে কমবে জানালো আবহাওয়া অফিস

এপ্রিল মাসজুড়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। গরমে অসুস্থ হয়ে এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন অনেক। প্রচণ্ড রোদে ঘরে বাইরে টেকা দায়। এ অবস্থায় সুখবর দিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (২৯ এপ্রিল) আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ ও বুধবার (১ মে) দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। মূলত বৃহস্পতিবার (২ মে) থেকে কমতে থাকবে তাপমাত্রার পারদ। সিলেট-চট্টগ্রামে বৃষ্টির কারণে প্রথমে পূর্বাঞ্চলের তাপমাত্রা সহনীয় হবে। সেই প্রভাব পড়তে পারে ঢাকা ও বরিশাল বিভাগে।

আর শুক্রবার (৩ মে) থেকে সারাদেশেই বৃষ্টির প্রবণতা বাড়বে। তখন দেশজুড়েই সহনীয় হবে তাপমাত্রা। ১০ মে পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ৩ মে থেকে ১০ মে সারাদেশে স্বস্তি বিরাজ করবে। দেশের পশ্চিমাংশে যেহেতু বৃষ্টির সম্ভাবনা কম। তাই ১১ মে থেকে আবারো তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

সারাদেশ - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ