ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

তাপমাত্রা কবে থেকে কমবে জানালো আবহাওয়া অফিস

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ এপ্রিল ৩০ ১৩:০১:৫০
তাপমাত্রা কবে থেকে কমবে জানালো আবহাওয়া অফিস

এপ্রিল মাসজুড়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। গরমে অসুস্থ হয়ে এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন অনেক। প্রচণ্ড রোদে ঘরে বাইরে টেকা দায়। এ অবস্থায় সুখবর দিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (২৯ এপ্রিল) আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ ও বুধবার (১ মে) দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। মূলত বৃহস্পতিবার (২ মে) থেকে কমতে থাকবে তাপমাত্রার পারদ। সিলেট-চট্টগ্রামে বৃষ্টির কারণে প্রথমে পূর্বাঞ্চলের তাপমাত্রা সহনীয় হবে। সেই প্রভাব পড়তে পারে ঢাকা ও বরিশাল বিভাগে।

আর শুক্রবার (৩ মে) থেকে সারাদেশেই বৃষ্টির প্রবণতা বাড়বে। তখন দেশজুড়েই সহনীয় হবে তাপমাত্রা। ১০ মে পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ৩ মে থেকে ১০ মে সারাদেশে স্বস্তি বিরাজ করবে। দেশের পশ্চিমাংশে যেহেতু বৃষ্টির সম্ভাবনা কম। তাই ১১ মে থেকে আবারো তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে