ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

আজ মাত্র কয়েকটি উইকেট নিলেই আবারও পার্পল ক্যাপ দখল করবেন মুস্তাফিজ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ এপ্রিল ২৮ ১২:২১:১২
আজ মাত্র কয়েকটি উইকেট নিলেই আবারও পার্পল ক্যাপ দখল করবেন মুস্তাফিজ

চলমান আইপিএলের মাঝামাঝি চলে এসেছে। প্রায় দল ৮টি থেকে ৯টি করে ম্যাচ খেলে ফেলেছে। জমে উঠেছে ব্যাটে বলের লড়াইয়ে। এবারের আইপিএলে বোলারদের উপর দিয়ে যেন সাইক্লোন বয়ে যাচ্ছে। যেখানে ২৬২ রান করেই ডিপেন্ড করতে পারছেন না বোলাররা। এই ধরনের উইকেটে খেলা কতা যুক্তি যুক্ত তা নিয়ে উঠেছে প্রশ্ন। চলুন দেখে নেয়া যাক ব্যাটিংদের স্বর্গ এবারের আইপিএলে সেরা পাঁচ উইকেট শিকারী বোলারের তালিকা।

সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের তালিকায় দ্বিতীয় স্থান থেকে আবারও শীর্ষে স্থানে উঠে এসেছেন জাসপ্রিত বুমরাহ। আবারও নিয়েছেন পার্পল ক্যাপের দখল। ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছেন তিনি। যার ফলে দ্বিতীয় স্থানে নেমে গেছেন হার্শাল পাটেল। ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে বর্তমানে দ্বিতীয় অবস্থানে আছেন তিনি।

যুবেন্দ্র চাহালকে সরিয়ে তিন নম্বরে উঠে এসেছেন মুকেশ কুমার। ৭ ম্যাচে ১৩ উইকেট শিকার করেছেন তিনি। আর এতেই চার নম্বরে নেমে গেছেন যুবেন্দ্র চাহাল। পাঁচ নম্বরে আছেন সানরাইজার্স হায়দরাবাদের পেসার নটরাজান। ৬ ম্যাচে ১২ উইকেট শিকার করেছেন তিনি। নামতে নামতে ৮ নম্বরে নেমে গেছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ৭ ম্যাচে ১২ উইকেট শিকার করেছেন তিনি। তাইতো পুনরায় পার্পল ক্যাপের দখল নিতে হলে আগামীকাল হায়দরাবাদের বিপক্ষে ৩ উইকেট নিতে হবে মুস্তাফিজকে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ