ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

প্রবাসীরা সাবধান: চলছে ধর পাকড়

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ এপ্রিল ২৭ ১২:২০:০৫
প্রবাসীরা সাবধান: চলছে ধর পাকড়

ওমানে ঝড় বন্যার মধ্যেই আল বুরাইমিতে অভিযান চালিয়েছে দেশটির রয়্যাল ওমান পুলিশ। মঙ্গলবার মাহদার স্পেশাল টাস্ক পুলিশের সহায়তায় চালানো ওই অভিযানে শ্রম ও আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৫ প্রবাসীকে গ্রেফতার করা হয়।

এসব প্রবাসীর মধ্যে কতজন বাংলাদেশি তা জানানো না হলেও তাদের সকলেই এশীয় নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। অভিযানের সময় বেশ ভয়াবহ পরিস্থিতি পার করেছে এলাকায় থাকা প্রবাসীরা। অভিযানে যাদের কাছে বৈধ কাগজপত্র মিলেছে তাদের ছেড়ে দেওয়া হলেও বৈধ ডকুমেন্ট দেখাতে ব্যর্থ হওয়া প্রবাসীদের গ্রেফতার দেখানো হয়।

এসময় যাদের পতাকা নেই বা ভিন্ন পেশায় কাজ করছিলেন তাদের সবাইকে গাড়িতে তোলা হয়, এমনকি পথচারী প্রবাসীদেরও ছাড় দেওয়া হয়নি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এদিন অভিযানের সময় সুর বাজার ও এর আশপাশে এক ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছিলো। সাম্প্রতিক সময়ে শ্রম আইন লঙ্ঘন রোধে মাঠ পর্যায়ে বড় অভিযানে নেমেছে ওমান। বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক পরিদর্শন কার্যক্রম বা তল্লাশি চালাচ্ছে দেশটির শ্রম মন্ত্রণালয়। এসব অভিযানে হাজারো প্রবাসী গ্রেফতার হয়েছেন। আতঙ্কে বাংলাদেশিসহ অন্য অনেক প্রবাসীর দিন কাটছে পালিয়ে থেকে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে