ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

জানা গেল আসল কারণ ধোনি ও ব্রাভোর কথায় সব করেন মুস্তাফিজ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ এপ্রিল ২৫ ১৬:৪৩:৪৮
জানা গেল আসল কারণ ধোনি ও ব্রাভোর কথায় সব করেন মুস্তাফিজ

আর মাত্র দুই ম্যাচ। তাহলেই শেষ মুস্তাফিজের এবারের আইপিএল মিশন। তবে আইপিএলে ছেড়ে আসার আগে মুখ খুলেছেন পেসার মুস্তাফিজুর রহমান। তিনি জানান মহেন্দ্র সিং ধোনি এবং ডোয়াইন ব্রাভোর পরামর্শ কাজে লেগেছে তার।

চেন্নাই সুপার কিংসের অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিয়েছেন ধোনি। তবে ফিল্ডিং সাজানো থেকে শুরু করে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন তিনি। অপরদিকে ব্রাভো দলটির পেস বোলিং কোচ। ম্যাচে মাঠের ভেতর বা বাইরে থেকে এই দুজনই মুস্তাফিজের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেন।

মুস্তাফিজ বলেন, 'জাতীয় দলে খেলছে যেমন সবাই বন্ধুত্বপূর্ণ। এখানেও আসার পর আমরা আনইজি মনে হয়নি। আমার মনে হয় এটা চেন্নাইয়ের খুব ভালো দিক। মাহি ভাই কিছু ফিল্ডিং সেটআপ, ডিজে ব্রাভো ডেথ ওভারের দিকে কিছু ফিল্ডিং সেটআপের কথা বলেছিল।'

'ছোট ছোট জিনিসগুলা খুব ভালো কাজে লেগেছে। বোলিং নিয়েই কথা হয় আমার তো এমনিতে বাইরে কম কথা হয়। মাঠেই কথা হয় টুকটাক যে কোনটা করলে কি হয়। মাহি ভাই এসে আমারে বলে এটা করলে ভালো হতো।'

কয়েকদিন আগে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন, আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের কিছুই শেখার নেই। বরং ভারতের অনেক (তরুণ) ক্রিকেটারই তার কাছ থেকে শিখবে। এমন মন্তব্যের সঙ্গে একমত নন মুস্তাফিজ নিজেও। আইপিএলে শেখার অনেক কিছুই দেখছেন তিনি।

মুস্তাফিজ বলেন, 'অন্য যেকোন টুর্নামেন্টের থেকে আইপিএলে সব তারকারা থাকে সব দেশের। এখানে যদি আমি সফল হই অন্য জায়গায় সফল হওয়াটা সহজ হবে আমার কাছে মনে হয়। বেশি ভালো লাগা কাজ করে যে সময় বড় দলের বিপক্ষে খেলি আর বড় দলের বিপক্ষে যদি আপনি পারফর্ম করেন সেটা হাইলাইটস হয় বেশি। স্বাভাবিকভাবে আমার সবসময় বড় দলের বিপক্ষে খেলতে ভালো লাগে। দর্শক থাকে, সব কিছুই অন্যরকম।'

জিম্বাবুয়ে সিরিজের কারণে দেশে ফিরবেন তিনি। ৭ ম্যাচে ১২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় পাঁচ নম্বরে আছেন বাংলাদেশের এই পেসার। চেন্নাই একাদশের নিয়মিত সদস্য তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে