ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

মুস্তাফিজের বোলিং অ্যাকশন নিয়ে অবিশ্বাস্য ভাবে যা বললেন ব্রাভো

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ এপ্রিল ২৪ ১৩:৪৯:৪৪
মুস্তাফিজের বোলিং অ্যাকশন নিয়ে অবিশ্বাস্য ভাবে যা বললেন ব্রাভো

লাখনৌর বিপক্ষে টানা দুই ম্যাচে হারলো চেন্নাই সুপার কিংস। দুই ম্যাচেই বোলাররা ভালো কিছু করতে পারেনি। যার ফলে হারের মুখ দেখতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। গতকাল আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১০ রান সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস। জবাবে ব্যাট করতে নেমে ৩ বল হাতে রেখে ৬ উইকেটের বিশাল জয় তুলে নিয়ে লাখনৌ সুপার জায়েন্টস।

এই ম্যাচে বল হাতে সুবিধা করতে পারেনি চেন্নাই সুপার কিংসের কোনো বোলার। যা একটু ভালো বল করেছে পাথিরানা। ৪ ওভার বল করে ৩৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তাছাড়া বলার মত আর কেউ তেমন কিছু করতে পারেনি।

এই বল হাতে বাজে সময় পার করেছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ৩.৩ ওভার বল করে দিয়েছেন ৫৫ রান। পেয়েছেন মাত্র ১টি উইকেট। শেষ ওভারে ৩ বলে দিয়েছেন ১৯ রান। তাইতো ম্যাচ শেষে মুস্তাফিজের বোলিং অ্যাকশন নিয়ে কথা বলেছেন চেন্নাইয়ের বোলিং কোচ ব্রাভো।

তিনি বলেন, “ফিজ (মুস্তাফিজুর)ও খুব বিশেষ এক জন বোলার। তার বোলিং এ্যাকশন খুবই ইউনিক। বিশ্বের অন্যতম সেরা স্লোয়ার বল করতে পারেন তিনি। আপনি এই পেস বোলারদের ওভার-কোচ করার চেষ্টা করবেন না। আপনি শুধু তাদের কিছু তথ্য সাহায্য করতে পারেন যাতে তাদের কাজটি সহজ হয়।”

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ