ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শাকিব খানের গোপন তথ্য ফাঁস করলেন বুবলী

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ এপ্রিল ২২ ১৪:০১:২০
শাকিব খানের গোপন তথ্য ফাঁস করলেন বুবলী

সম্প্রতি ঈদের অনুষ্ঠানগুলোতে চিত্রনায়িকা অপু বিশ্বাস যেমন শাকিব প্রসঙ্গে কথা বলেছেন; একইভাবে চিত্রনায়িকা শবনম বুবলীকেও দেখা গেছে শাকিব প্রসঙ্গে কথা বলতে। আর এবার বিশেষ এক সাক্ষাৎকারে শাকিব প্রসঙ্গে নতুন তথ্য ফাঁস করলেন বুবলী।

বর্তমানে চিত্রনায়িকা বুবলী ব্যস্ত সময় পার করছেন ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘দেয়ালের দেশ’ ও ‘মায়া’-র প্রচারণায়। এর ফাঁকে ফাঁকে নায়িকাকে দেখা গেছে টেলিভিশন অনুষ্ঠানগুলোতেও সময় দিতে। এরমধ্যে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে সম্প্রতি বুবলী শাকিব প্রসঙ্গে বলেন, উনি (শাকিব খান) আমার হাতের হাসের মাংস খেতে বেশি পছন্দ করেন। আমি অনেক সময় ছোট চিংড়ি ফ্রাই করি। সেটাও খেতে পছন্দ করেন শাকিব।

রান্নায় কখনও লবণ কম হলে শাকিবের প্রতিক্রিয়া কেমন থাকে- এমন প্রশ্নে একটু হেসেই বুবলী বলেন, এমন কখনও হয়নি। আমার রান্না উনার (শাকিব খানের) খুব পছন্দ। এরপরই শাকিব প্রসঙ্গে নতুন তথ্য ফাঁস করেন বুবলী।

তিনি বলেন, শাকিব প্রচুর খেতে ভালোবাসে। যখন খেতে শুরু করেন, কোনো নিষেধ মানেন না। আবার যদি প্রফেশনাল কারণে ওজন কমাতে প্রয়োজন হয় তখন ক্র্যাশ ডায়েট করেন। খুব কম পরিমাণে, বাছ বিচার করে খান। আর তাই এক সপ্তাহের মধ্যেই ম্যাজিকের মতো ওজন কমাতে পারেন উনি (শাকিব)। প্রসঙ্গত, ২০০৮ সালে শাকিব খান ভালোবেসে বিয়ে করেন অপু বিশ্বাসকে। ২০১৮ সালে তাদের বিচ্ছেদ হলে চার মাসের মাথায় শবনম বুবলীকে বিয়ে করেন অভিনেতা। সে সম্পর্কও টেকেনি। বিচ্ছেদ না হলেও সেপারেশনে আছেন তারা। এদিকে শাকিব মিডিয়ায় পরিষ্কার জানিয়ে দেন, অপুর মতো বুবলীও তার কাছে অতীত। শুধু সন্তানের দায়িত্ব পালনের জন্য অপু ও বুবলীর সঙ্গে যোগাযোগ থাকবে চিত্রনায়ক শাকিব খানের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে