নাজমুল হোসেন শান্ত ও জালাল ইউনুসের সাথে লম্বা বৈঠক শেষ তামিমের
দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে দেশ সেরা ওপেনার তামিম। নিয়মিত খেলছেন ঘরোয়া ক্রিকেট। শুধু খেলছেন না খেলছেন দাপটের সাথে। বিপিএলের পর ডিপিএলেও রানের বন্যা বয়ে দিচ্ছে তিনি।
আজ ডিপিএলে আবাহনী লিমিটেডের মুখোমুখি হয়েছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এই ম্যাচে ৫৮ রানের জয় পেয়েছে আবাহনী লিমিটেড। ৬২৪ রানের ম্যাচে হয়েছে তিনটি সেঞ্চুরি। আবাহনীর নাঈম শেখ এবং নাজমুল হোসেন শান্ত ও প্রাইম ব্যাংকের মুশফিকুর রহিম করেছেন সেঞ্চুরি। এদিন হাসেনি তামিমের ব্যাট, ৭ বলে ১ রান করেছেন তিনি।
তবে আলোচনার মুল বিষয় হলো ম্যাচ শেষে নাজমুল হোসেন শান্তর সাথে কথা বলেছেন তামিম। সেখানে উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুসও। স্বাভাবিকভাবেই ম্যাচের পর গণমাধ্যমকর্মীদের প্রশ্ন ছিল, অধিনায়কের সাথে কী কথা হয়েছে তামিমের? তবে সরাসরি কোনো জবাব দিতে চাননি শান্ত।
জাতীয় দলের অধিনায়ক শান্ত বলেন, ‘এটা আমার আর তামিম ভাইর মধ্যেই থাক। আমি এমনি নরমালি একটু আড্ডা দিয়েছি। ওইরকম যদি কিছু হয় আপনারা জানতে পারবেন।’
শান্ত আরও বলেন, ‘আমরা ক্রিকেট নিয়ে আলাপ আলোচনা করছিলাম। কীভাবে আমরা আরেকটু বেটার করতে পারি সেটা নিয়ে আলোচনা করছিলাম। খুব বেশি সিরিয়াস কিছু তা নয়। জাস্ট দেখা করা।’
এছাড়া তামিম দলে ফিরলে তা সুবিধাজনক হবে কিনা এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘ভালো তো লাগবে। তামিম ভাইর মতো খেলোয়াড় দলে থাকলে অবশ্যই জুনিয়রদের অনেক সাহায্য হবে। উনার (তামিমের) যে অভিজ্ঞতা আছে, উনি থাকলে তো অবশ্যই দলের অনেক সুবিধা হয়। জুনিয়র প্লেয়াররা অনেক শিখতে পারে। এই মুহূর্তে এটা নিয়ে আসলে লম্বা চিন্তা করা মুশফিল। যখন এটা নিয়ে আলোচনা হবে তখন আপনারা জানতে পারবেন।’
তামিমের ব্যাটিং কেমন দেখলেন এমন প্রশ্নের ক্ষেত্রে শান্তর উত্তর ছিল, ‘আমার দেখাটা তো গুরুত্বপূর্ণ নয়। এটা সিলেক্টররা দেখবেন। আমি খেলোয়াড় হিসেবে ছোটবেলা থেকেই দেখে এসেছি। যখনই উনি ব্যাটিং করেন, উপভোগ করি। দুর্ভাগ্য যে আজ রান করতে পারেননি। কিন্তু ওভারঅল ডিপিএলে ভালো খেলেছেন। বিপিএলে ভালো ব্যাটিং করেছেন। প্রত্যেকটা ইনিংসই উপভোগ করেছি।’
এদিকে নিজের দল আবাহনীর বিশাল জয়ের ব্যাপারে শান্ত বলেন, ‘ভালো লেগেছে। ম্যাচ জিততে পেরেছি। প্রত্যেকটা ম্যাচে কন্ট্রিবিউট করতে পারলে ভালো লাগে। আজকে কন্ট্রিবিউট করতে পেরেছি। সবচেয়ে বড় কথা, চ্যাম্পিয়ন…ওটা পরের কথা। পরের ম্যাচ শেখ জামালের সঙ্গে। ওই ম্যাচটা আমরা কতো ভালো ক্রিকেট খেলতে পারি (সেটা গুরুত্বপূর্ণ)… সবাই ভালো অবস্থায় আছে। আশা করি পরের ম্যাচটা ভালো হবে।’
অনেক দিন ধরেই তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ারের সামনে ঝুলছে প্রশ্নবোধক চিহ্ন। গত বছরের জুনে আফগানিস্তান সিরিজের মাঝপথে হুট করে অবসরের ঘোষণা দিয়ে দেন তামিম। পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে আবারও ফেরেন তিনি। যদিও শেষমেশ নানা নাটকীয়তার কারণে ওয়ানডে বিশ্বকাপে খেলা হয়নি তার। বর্তমানেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন তামিম ইকবাল। এর মাঝে ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে বিপিএলের শিরোপা জিতেছেন তামিম। হয়েছেন সর্বোচ্চ রানসংগ্রাহকও। ডিপিএলেও ভালো খেলছেন তিনি।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে আসছে পরিবর্তন, বাদ পড়ছেন যে ক্রিকেটার
- সৌদি রিয়াল রেটের লম্বা লাফ, জেনেনিন আজকের রেট কত
- সরকারি কর্মচারীদের জন্য বিশাল সুখবর, আসলো নতুন ঘোষণা
- সমন্বয়ক সারজিস আলমের পরিবারে শোকের ছায়া
- বিপিএল-এ ফিক্সিং নিয়ে আলোচনা: সন্দেহভাজন ১০ ক্রিকেটারের তালিকা প্রকাশ
- এক ম্যাচের জন্য যত টাকা নিলেন রাসেল-জেমস ভিন্স-টিম ডেভিড
- ব্রেকিং নিউজ: নিষিদ্ধ হলেন তানজিম সাকিব
- এক পরিবর্তন নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, দেখেনিন কপাল পুড়লো যার
- বিপিএলের ৮ ম্যাচে ফিক্সিং সন্দেহ, ফিক্সিংয়ে সন্দেহভাজন ক্রিকেটারদের তালিকা প্রকাশ
- কমতেই আছে সৌদি রিয়াল রেট, জেনেনিন আজকের রেট কত
- ফরচুন বরিশালের একাদশ
- বিপিএল মাতিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে আসছেন দুই জন
- আজকের সকল দেশের টাকার রেট
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট
- বিপিএল মাতাতে আসছেন রাসেল, নারিন, ওয়ার্নার, টিম ডেভিড ও পাকিস্তানের আসিফ আলি