ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

পাকিস্তানে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অংশগ্রহণ অনিশ্চত

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ এপ্রিল ০৭ ১৪:১৯:৪২
পাকিস্তানে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অংশগ্রহণ অনিশ্চত

ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তাপের দৌরত্ব সবার জানা। যা এখন খেলার মাঠেও ছড়িয়ে পড়েছে। ২০১৩ সালের পর থেকে এই দুই দলের মধ্যে হয়নি কোনো দ্বিপাক্ষিক সিরিজ। শুধু মাত্র বৈশ্বিক আসরে একে অপরের মুখোমুখি হতে দেখা যায় চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলকে। ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তানের মাটিতে। উক্ত টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

সাবেক বিসিসিআই সভাপতি ও ভারতের বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পাকিস্তান যতদিন ভারতে হামলা বন্ধ না করবে ততদিন কোহলিরা পাকিস্তান যাবে না। দেশটির ক্রীড়া মন্ত্রীর এমন বক্তব্যে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

আইসিসি'র এই ইভেন্টে কি ভারত অংশ নিবে না? এমন প্রশ্নের জবাবে বিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, ‘এই সিদ্ধান্ত বিসিসিআই নিবে। আমি যখন বিসিসিআইয়ের সভাপতি ছিলাম তখন বলে ছিলাম দুটি বিষয় এক সঙ্গে চলতে পারে না। পাকিস্তানে ভারত যেয়ে খেলবে তা আশা করতে পারবেন না যখন আপনারা ভারতে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করবেন। যখন পাকিস্তান এসব কর্মকান্ড বন্ধ করবে তখন ভারত পাকিস্তানে গিয়ে খেলবে, তার আগে নয়।’

অনুরাগ ঠাকুরের এমন বক্তব্যে অনুমান করা যায়, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে আবারো উত্তাপ ছড়াবে দুই বোর্ড। শেষ পর্যন্ত পাকিস্তান সফরে ভারত যায় কি না সেটি সময়ই বলে দিবে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ