ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

লিটন শান্তদের ফর্ম ফিরাতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ এপ্রিল ০৫ ২১:৫২:১৯
লিটন শান্তদের ফর্ম ফিরাতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে

এর আগে বহুবার এই রকম ঘটনা দেখা গেছে। যখনই বাংলাদেশের ক্রিকেটের খারাপ অবস্থা শুরু হয় তখনই বাংলাদেশ সফরে আসরে জিম্বাবুয়ে। তুলনামুলক দুর্বল প্রতিপক্ষকে পেয়ে ব্যাটে বলে জ্বলে উঠে বাংলাদেশের ব্যাটার বোলাররা। ফিরে পান তাদের পুরনো ফর্ম। বর্তমানে ঠিক একই অবস্থা। সম্প্রতি সময়ে খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে দেশের ক্রিকেট।

সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে বাজে ভাবে পার করেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও হেরেছে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ। আবার অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ৬-০ তে হেরেছে বাংলাদেশ নারী দল।

আর এই কঠিন সময়কে পার করার সুযোগ পেয়েছে দেশের ক্রিকেট। ঈদের পর বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে দল। চলতি মাসের শেষ সপ্তাহে ঢাকা ও চট্টগ্রামে স্বাগতিকদের সঙ্গে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে সিকান্দার রাজা-রায়ান বার্লরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দল গুছিয়ে নেওয়ার শেষ সুযোগ বাংলাদেশের। ব্যাটার ও বোলারদের ছন্দে ফেরার সুবর্ণ সুযোগ। এদিকে বিসিবির নির্বাচক প্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সফরকারি জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণশক্তির দল গঠন করা হবে।

তবে অদলবদল করে প্রায় সবাইকে খেলানো হতে পারে। ঈদের ছুটির পর ২০ এপ্রিল ক্রিকেটাররা যোগ দেবেন কন্ডিশনিং ক্যাম্পে। আর ছুটি শেষে ২২-২৩ এপ্রিল ঢাকায় ফেরার কথা বিদেশি কোচদের।

চট্টগ্রামে ৩, ৫ ও ৭ মে হবে দুদলের প্রথম তিন টি-টোয়েন্টি। ১০ ও ১২ মে মিরপুরে হবে চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টির পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। দুই দলের ২০ মুখোমুখিতে বাংলাদেশের ১৩ জয়ের বিপরীতে জিম্বাবুয়ে জিতেছে ৭ ম্যাচে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ