ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

অবিশ্বাস্য ৪০ মিনিটেই শেষ ওয়ানডে ম্যাচ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ এপ্রিল ০৫ ১৯:৩২:৩৩
অবিশ্বাস্য ৪০ মিনিটেই শেষ ওয়ানডে ম্যাচ

আজ ডিপিএলে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নামে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। চলমান ম্যাচটিতে রূপগঞ্জকে উড়িয়ে দিয়েছে শাইনপুকুর। তামিম ও জিসানের ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ৯ ওভারেই জয় তুলে নেয় তারা।

ভেজা আউটফিল্ডের কারণে ২ ওভার কমে আসা ম্যাচটিতে আগে ব্যাট করে ৩৯.৪ ওভার খেলে ১১০ রানে গুটি যায় রূপগঞ্জ। তাদের দেওয়া লক্ষ্য তাড়ায় দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও জিসান আলমের ঝোড়ো ব্যাটিংয়ে এই রান মাত্র ৯ ওভারে টপকে যায় শাইনপুকুর। সময়ের হিসেবে যা ৪০ মিনিটেই শেষ হয়েছে।

এদিন হাসান মুরাদ, আরাফাত সানি ও মেহেরাব হাসান- এই তিন স্পিনারের তোপে একেবারেই সুবিধা করতে পারেনি রূপগঞ্জ। আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। ওপেনার আব্দুল্লাহ আল মামুন ছাড়া আর কোনো ব্যাটার ২০ রানের গণ্ডি পার করতে পারেননি।

শাইনপুকুরের হয়ে বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ৪, অফ স্পিনার মেহেরাব ২ ও আরেক বাঁহাতি স্পিনার আরাফাত সানি ২ উইকেট নিয়েছেন।

রূপগঞ্জের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে মোটে ৪০ মিনিট সময় নেন শাইনপুকুরের দুই ওপেনার। তানজিদ-জিসান দুজনই দুই প্রান্ত থেকে ব্যাট হাতে ঝড় তোলেন। জিসান ৪টি চার ও ৬টি ছয়ে ২৮ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন। ৬টি চার ও ৩টি ছয়ে ২৬ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন তামিম।

আট ম্যাচে এটি পঞ্চম জয় শাইনপুকুরের। এই জয়ে সুপার লিগে সম্ভাবনা আরেকটু বাড়ল দলটির। অন্যদিকে এখনো জয়ের মুখ দেখতে পারেনি রূপগঞ্জ টাইগার্স। ৮ ম্যাচে এটি তাদের টানা অষ্টম হার।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ