ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

গেইলের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখলেন কোহলি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মার্চ ৩০ ১৪:১৯:২৯
গেইলের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখলেন কোহলি

আইপিএলের শুরু থেকেই দারুন ছন্দে আছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। আর সেই ছন্দ ধরে রাখলেন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচেও। আর এই ম্যাচেই গড়েছেন নতুন রেকর্ড। গতকাল শুক্রবার কলকাতার বিপক্ষে মাঠে নামে বেঙ্গালুরু। আইপিএলের ইতিহাসে একটি নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে সব থেকে বেশি ছয় হাঁকানোরে ইতিহাস গড়লেন কোহলি। পেছনো ফেলেছেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলকে।

কলকাতার বিপক্ষে ওপেন করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে ভালো জায়গাতে নিয়ে যান কোহলি। আর এই ইনিংস খেলার সময়তেই তিনি গড়েছেন নতুন ইতিহাস। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ পর্যন্ত বিরাট কোহলির ঝুলিতে ছিল মোট ২৪২টি ছয়। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আর এক কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল। তাঁর ঝুলিতে রয়েছে ২৩৯ টি ছয়। তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি'ভিলিয়ার্স। আরসিবির হয়ে ডিভিলিয়ার্স হাঁকিয়েছেন মোট ২৩৮ টি ছয়। ঘটনাচক্রে ক্রিস গেইল এবং এবি ডি'ভিলিয়ার্স দু'জনেই অনেক দিন আগেই অবসর নিয়েছেন। চলতি আইপিএলে এই দুই তারকা আবার অফিসিয়াল ব্রডকাস্টারদের হয়ে ধারাভাষ্যকর হিসেবেই কাজ করছেন।

এদিন বিরাট কোহলির আরসিবি ওপেন করতে নেমেছিল। ফ্যাফ ডু'প্লেসিকে সঙ্গী করে ইনিংস ওপেন করেন বিরাট কোহলি। দিনের শেষে তিনি ৮৩ রানে অপরাজিত থেকে যান। ৫৯ বল খেলেছেন তাঁর ইনিংসে। হাঁকিয়েছেন চারটি চার এবং চারটি ছয়। ব্যাট করেছেন ১৪০.৬৭ স্ট্রাইক রেটে। তাঁকে যোগ্য সঙ্গত করেছেন ক্যামেরুন গ্রিন (৩৩), গ্লেন ম্যাক্সওয়েল (২৮) এবং দীনেশ কার্তিক (২০)। নির্ধারিত ২০ ওভারে আরসিবি দল ছয় উইকেট হারিয়ে করে ১৮২ রান।এদিন কেকেআরের দুই স্পিনার বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনের বিরুদ্ধে মূলত বেশি আক্রমণাত্মক ব্যাটিং করতে দেখা গিয়েছে কোহলিকে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ