ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

অল-আউট বাংলাদেশ, বিশাল লিড পেল শ্রীলঙ্কা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মার্চ ২৩ ১৪:০৮:৫২
অল-আউট বাংলাদেশ, বিশাল লিড পেল শ্রীলঙ্কা

বাংলাদেশ যে ব্যাটিং বিপর্যয়ে পড়বে সেইটা বোঝা গিয়েছিল আগের দিনই। দিনের শেষ ভাগে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারায় বাংলাদেশ। যেমন ভাবা তেমন কাজ। দ্বিতীয় শুরুতেই উইকেটের পতন বাংলাদেশের। দলীয় সেঞ্চুরি হওয়ার আগেই ৫ উইকেট নেই বাংলাদেশের। দিনের প্রথম সেশনে মাহমুদুল হাসান জয় এবং শাহাদাত হোসেনকে হারিয়েছে বাংলাদেশ।

প্রথম দিন বাংলাদেশ শেষ করে ৩ উইকেটে ৩২ রান নিয়ে। নাইটওয়াচম্যান হিসিবে নামা তাইজুল ইসলামকে নিয়ে ব্যাটিং করতে নামেন জয়। কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি এই ওপেনার। ১২ রান করে প্যাভিলিয়নে ফিরতে হলো তাকে। এরপর ব্যাটিংয়ে আসেন শাহাদাত হোসেন দীপু। জুটি গড়ার চেষ্টা করনে তাইজুলের সাথে। আশা জাগাচ্ছিল বাংলাদেশকে তখনই আক্রমণে আসেন লাহিরু কুমারা। আর তাতেই সাফল্য পায় লঙ্কানরা।

বলে বাড়তি বাউন্স ছিল বুঝতে পারেননি দীপু। ব্যাটের কানায় লেগে চলে যায় স্লিপে। ধনাঞ্জয়া ডি সিলভা নেন দিনের দ্বিতীয় ক্যাচ। ৮৩ রানে বাংলাদেশ হারায় ৫ম উইকেট। ব্যক্তিগত ১৮ রানে সাজঘরে ফেরেন দীপু।

তাইজুলকে সঙ্গ দিতে এরপর ক্রিজে এসেছেন অভিজ্ঞ লিটন কুমার দাস। দুজনে মিলে পার করেছেন বাংলাদেশের দলীয় শতরান। লিটন খেলছেন একেবারেই টেস্ট মেজাজে। আর টেলএন্ডার হয়েও উইকেট আগলে রেখেছেন তাইজুল ইসলাম। কিন্তু টাইগারদের এই জুটিও বেশিক্ষণ টেকেনি। লাহিরু কুমারার দুর্দান্ত ইনসুইং ভেঙে দেয় লিটনের প্রতিরোধ। দলীয় ১২৪ এবং ব্যক্তিগত ২৫ রানে ফেরেন লিটন। লাঞ্চ বিরতি থেকে ফিরে ৪৭ রানে ফিরলেন তাইজুল। নিজেদের প্রথম ইনিংসে ১৮৮ রানে অল-আউট বাংলাদেশ। ৯২ রানের লিড পেল শ্রীলঙ্কা।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ