ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

মুস্তাফিজের আগুন বোলিংয়ের বড় রানের টার্গেট দিল আরসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মার্চ ২২ ২২:২০:২৩
মুস্তাফিজের আগুন বোলিংয়ের বড় রানের টার্গেট দিল আরসিবি

আরসিবির বিরুদ্ধে আইপিএল ২০২৪-এর উদ্বোধনী ম্যাচে টস হারল সিএসকে। অর্থাৎ, ক্যাপ্টেন্সি অভিষেকে টস হারলেন রুতুরাজ। টস জিতে আরসিবি দলনায়ক ফ্যাফ ডু'প্লেসি শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, চিপকে রান তাড়া করবে চেন্নাই সুপার কিংস।

পঞ্চম ওভারে বল করতে আসেন মুস্তাফিজুর রহমান। তাঁর দ্বিতীয় বলে চার মারেন ফ্যাফ। তবে তৃতীয় বলে রাচিন রবীন্দ্রর হাতে ধরা পড়ে যান ডু'প্লেসি। ৮টি বাউন্ডারির সাহায্যে ২৩ বলে ৩৫ রান করে মাঠ ছাড়েন আরসিবি দলনায়ক। ৪২ রানে ২ উইকেট হারায় আরসিবি। ব্যাট করতে নামেন রজত পতিদার। তাকে ০ রানে ফেরান মুস্তাফিজ। নিজের প্রথম ওভারেই ২টি উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান।

১১.২ ওভারে বিরাট কোহলিকে সাজঘরে ফেরান মুস্তাফিজুর রহমান। ছক্কা হাঁকানোর চেষ্টায় নিজের উইকেট ছুঁড়ে দেন বিরাট। বাউন্ডারি লাইনে বল ধরে রবীন্দ্রর দিকে ছুঁড়ে দেন রাহানে। রবীন্দ্র বল লুফে নিতেই শেষ হয় কোহলির ইনিংস। ২০ বলে ২১ রান করেন বিরাট। মারেন ১টি ছক্কা। আরসিবি ৭৭ রানে ৪ উইকেট হারায়।

ফের একই ওভারে ২টি উইকেট নিলেন মুস্তাফিজুর রহমান। ১১.৪ ওভারে মুস্তাফিজুরের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ক্যামেরন গ্রিন। ২২ বলে ১৮ রান করেন গ্রিন। মারেন ১টি চার। আরসিবি ৭৮ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীনেশ কার্তিক। মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ২৯ রান খরচ করে ৪টি উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজ।

ইনিংসের শেষ বলে অনূজ রাওয়াতকে রান-আউট করেন ধোনি। ২৫ বলে ৪৮ রান করেন তিনি। মারেন ৪টি চার ও ৩টি ছক্কা। আরসিবি ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে। কার্তিক ২৬ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। দেশপান্ডে ৪ ওভারে ৪৭ রান খরচ করেও উইকেট পাননি। সুতরাং, জয়ের জন্য চেন্নাইয়ের দরকার ১৭৪ রান।

আরসিবির প্রথম একাদশ

ফ্যাফ ডু'প্লেসি (ক্যাপ্টেন), বিরাট কোহলি, রজত পতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অনূজ রাওয়াত, করণ শর্মা, মায়াঙ্ক ডাগর, আলজারি জোসেফ ও মহম্মদ সিরাজ।

সিএসকের প্রথম একাদশ

রুতুরাজ গায়কোয়াড় (ক্যাপ্টেন), রাচিন রবীন্দ্র (অভিষেক হচ্ছে), অজিঙ্কা রাহানে, ডারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, সমীর রিজভি (অভিষেক হচ্ছে), মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), দীপক চাহার, মাহিশ থিকশানা, তুষার দেশপান্ডে ও মুস্তাফিজুর রহমান।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ