ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

ক্রিকেটাররা কি শাস্তি পাবেন যা বলছে বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মার্চ ২১ ১৪:৩৫:১২
ক্রিকেটাররা কি শাস্তি পাবেন যা বলছে বিসিবি

গতকাল সন্ধা থেকে একটা কল রেকর্ড ফাঁস হয়েছে। যা নিয়ে সারা বাংলাদেশে হইচই পড়ে গেছে। আর পড়বেই না কোনো কল রেকর্ডটা ফাঁস হয়েছে তামিম ও মিরাজের। তা নিয়ে দেশ জুড়ে চলছে কঠিন আলোচনা সমালোচনা। এই ফোন রেকর্ড ফাঁস হওয়ার পেছনের কারণ কি আর আসল ঘটনা কি? সব কিছু ফেসবুক লাইভে এসে খেলসা করলেন তামিম ও মিরাজ সঙে মুশফিক ও মাহমুদউল্লাহও ছিল।মূলত মোবাইল আর্থিক লেনদেন প্রতিষ্ঠান নগদ-এর প্রচারকে কেন্দ্র করেই মিরাজের সঙ্গে তামিমের ফোনালাপ ফাঁসের ঘটনার মঞ্চায়ন।

তামিম আগেই বলেছিলেন সন্ধ্যা ৭টায় লাইভে আসবেন। ঠিক তাই সন্ধ্যা ৭টায় কথামতো লাইভে আসেন তামিম। এ সময় আরও যুক্ত ছিলেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ এবং সর্বশেষে যুক্ত হন মাহমুদউল্লাহ রিয়াদও।

লাইভে তামিম জানান, ঈদ উপলক্ষ্যে নগদের একটি ক্যাম্পেইন শুরু হয়েছে। যেখানে ২৪ জন গ্রাহককে জমি উপহার দেওয়া হবে। সেই ক্যাম্পেইনে জয়ের জন্য দুইজন বা তিনজন করে দল গঠন করে লেনদেন করতে হবে। যেই দলেই মুশফিককে রেখেছিলেন তামিম। তবে মুশফিক বের হয়ে গেছেন।

মূলত এ ঘটনাকে কেন্দ্র করেই তাদের ফোনালাপ। যা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এই সব ঘটনার পর ক্রিকেটারদের কোনো শাস্তি দিবে কি বিসিবি এমন আলোচনা চলছিল চারেদিকে। তবে সুত্র থেকে যত দুর জানা গেছে তাতে ক্রিকেটারদের কোনো শাস্তি হবে না বা দিবে না বিসিবি। তারা এইটাকে স্বাভাবিক একটা বিষয় হিসেবে দেখছেন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ