ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

ব্রেকিং নিউজ: নিষিদ্ধ হলেন হাসারাঙ্গা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মার্চ ১৯ ২৩:২৭:২৫
ব্রেকিং নিউজ: নিষিদ্ধ হলেন হাসারাঙ্গা

সদ্য শেষ হয়েছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে দুই দল। আর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই অবসর ভেঙে ফেরার ঘোষণা দিয়েছিলেন শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

তবে তার আর ফেরা হলো না। নিষিদ্ধ হয়েছেন তিনি। মূলত আইসিসির নিষেধাজ্ঞায় পড়েছেন এই ক্রিকেটার। মঙ্গলবার (১৯ মার্চ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আচরণবিধি ভাঙার অভিযোগে আর্থিক জরিমানার পাশাপাশি দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন হাসারাঙ্গা। আর তাই বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলা হচ্ছে না তার।

আইসিসি আজ বিবৃতিতে জানিয়েছে, আইসিসির আচরণবিধির ২.৮ ধারা অনুযায়ী ‘আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসম্মান দেখানো’র কারণে এই নিষেধাজ্ঞা পাচ্ছেন হাসারাঙ্গা।

ঘটনাটা ঘটেছে গতকাল চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের ইনিংসের সময়ে। ৩৭তম ওভার শেষে আম্পায়ারের কাছ থেকে ক্যাপ বুঝে নেয়ার সময়ে আম্পায়ারকে কটু কথা বলেছেন শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক। এই অপরাধের জন্য হাসারাঙ্গার ম্যাচ ফি-র ৫০ শতাংশ কেটে নেয়া হয়, পাশাপাশি দেওয়া হয় তিনটি ডিমেরিট পয়েন্ট। এতে সর্বশেষ ২৪ মাসে হাসারাঙ্গার ‘ডিমেরিট পয়েন্টে’র খতিয়ানে জমা হয় ৮ পয়েন্ট!

প্রসঙ্গত, বাংলাদেশে আসার আগে নিজেদের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও আম্পায়ারকে খোঁচা মেরে পাঁচটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন হাসারাঙ্গা। যে কারণে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে নিষিদ্ধ ছিলেন তিনি।

নিয়ম অনুযায়ী, যেহেতু বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দুটি ম্যাচই সূচিতে আগে আসছে, তাই হাসারাঙ্গা এই দুই টেস্টেই নিষিদ্ধ থাকছেন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ