ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

মুস্তাফিজের পর স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন জাকের আলী, ইনজুরিতে সৌম্য সরকার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মার্চ ১৮ ১৪:০১:০২
মুস্তাফিজের পর স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন জাকের আলী, ইনজুরিতে সৌম্য সরকার

আজ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ মাঠে নেমেছে দুই দল। সিরিজ এখন ১-১ এ সমতায় আছে। প্রথম ওয়ানডে ম্যাচে ৬ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ঘুরে দাড়িয়ে ৩ উইকেটের জয় তুলে নেয় শ্রীলঙ্কা। ফলে শেষ হয়ে দাড়িয়েছে অঘোষিত ফাইনাল। সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। লিটন দাস, তাইজুল ইসলাম ও তানজিম সাকিবের পরিবর্তে এনামুল হক বিজয়, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমানকে সেরা একাদশে নেয়া হয়েছে। রান আপের মধ্যেই আটোকে গেলেন। পরে আবার চেষ্টা করেও আর পারেননি। জাকের আলী ও এনামুল হকের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে ছিলেন, এরপর স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন। ঠিক কোথায় সমস্যা, তা বোঝা যায়নি। ৯ ওভারে ৩৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন এ ম্যাচ দিয়ে দলে ফেরা এ বাঁহাতি পেসার।

এরপর শর্ট বলে ক্যাচ তুলেছিলেন প্রমোদ মাদুশান। সেটি নেওয়ার পথে সংঘর্ষ হয়ে গেল এনামুল ও বদলি ফিল্ডার জাকেরের। এনামুল অবশ্য ক্যাচ নিয়েছেন ঠিকই। জাকের এবার স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন। এর আগে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়ে উঠে গেছেন সৌম্য সরকারও।

জনিথ লিয়ানাগের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভার শেষে সব কয়টি উইকেট হারিয়ে ২৩৫ রান করে শ্রীলঙ্কা। ফলে সিরিজ জিততে হলে বাংলাদেশকে ২৩৬ রান করা লাগবে।

বাংলাদেশের একাদশ:

সৌম্য সরকার, আনামুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজ রহমান।

শ্রীলঙ্কার একাদশ:

পথুম নিসাঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (ক্যাপ্টেন ও উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, জনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দুনিথ ওয়েললাগে, মহেশ থেকশানা, প্রমোদ কুমার, কুমার লৌকন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ