ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

আবারও ব্যর্থ তামিম, দেখেনিন তিন ম্যাচ শেষে যত রান করলেন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মার্চ ১৭ ১৪:৩৮:৫২
আবারও ব্যর্থ তামিম, দেখেনিন তিন ম্যাচ শেষে যত রান করলেন

বিপিএল শেষ হওয়ার পর পরই শুরু হয়ে গেছে ঘরোয়া লিগের সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এবারও প্রাইম ব্যাংকের হয়ে খেলছেন তামিম ইকবাল। তবে বিপিএলে সবোর্চ রান করলেও ডিপিএলে ব্যাট হাতে জ্বলে উঠতে পারছেন না। দলটির হয়ে ডিপিএলের প্রথম ম্যাচে ২৬ রান করার পর দ্বিতীয় ম্যাচে করেন ১৭ রান। তবে ম্যাচটিতে তিনি নেমেছিলেন তিন নম্বরে। ট্রাফিক জ্যামের কারণে ঠিক সময়মতো বিকেএসপির মাঠে পৌঁছাতে পারেননি তামিম, তাই তাকে ব্যাটিংয়ে নামতে হয় তিন নম্বরে।

ব্যাট হাতে আজও (রোববার) ব্যাট করতে নেম নিজের স্বাভবসুলভ ব্যাটিং করতে ব্যর্থ হলেন দেশসেরা এই ওপেনার। যদিও সিটি ক্লাবের বিপক্ষে এদিন ওপেনিংয়েই নেমেছিলেন তামিম। তবুও সুবিধা করতে পারেননি প্রাইম ব্যাংকের এই অধিনায়ক। ব্যাট হাতে ১১ বলে করলেন মোটে ৬ রান। ইরফানের বলে উইকেটকিপারের কাছে ক্যাচ দিয়ে ফিরতে হয় এই ওপেনারকে।

ব্যক্তিগতভাবে তামিম ভালো করতে না পারলেও, প্রাইম ব্যাংক এবারের ডিপিএলে দলগত সাফল্য পাচ্ছে। তবে নিজের ব্যাটিং নিয়ে সন্তুষ্টির কথা জানালেন দেশসেরা এই ওপেনার, ‘মাত্র মৌসুম শুরু অবশ্যই আমি চাইবো বড় রান করার, বেশ অনেকগুলো রান করার। মাত্র দুটো ম্যাচ গেছে একটা বড় স্কোর হলে আমিও স্বস্তিবোধ করবো। দেখা যাক, আমি আমার ব্যাটিং নিয়ে খুশি।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ