ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

নতুন অধিনায়ক খুজছে কলকাতা নাইট রাইডার্স

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মার্চ ১৪ ১৭:৫০:২৮
নতুন অধিনায়ক খুজছে কলকাতা নাইট রাইডার্স

আর মাত্র এক সপ্তাহ পর শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে ২৩ মার্চ হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। তবে এবারের আসর শুরুর আগে জোড়া ধাক্কা খেয়েছে নাইট শিবির। প্রথমে ব্যক্তিগত কারণে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন জেসন রয়। আর এবার চোটের কারণে দল থেকে ছিটকে যেতে পারেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আইয়ার।

সম্প্রতি সময়টা ব্যাপক খারাপ যাচ্ছে শ্রেয়স আইয়ারের। অবাধ্য হওয়ার কারণে বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন তিনি। তার কারণে বাধ্য হয়ে রঞ্জি ট্রফির খেলার সিদ্ধান্ত নেন। ফাইনালে দুর্দান্ত ইনিংস খেলেন শ্রেয়স। রঞ্জি ফাইনালে ৯৫ রান করেন তিনি। তবে এখানেই ঘটে অঘটন। পুরনো পিঠের ব্যথা আবারও চেড়ে উঠেছে তার। গত বছরও পিঠের চোটের কারণে আইপিএল খেলতে পারেননি শ্রেয়স।

ফাইনালে ব্যাট করার সময় সেই পুরনো ব্যথা আবারও দেখা দেয়। তাৎক্ষণিক মাঠে এসে প্রাথমিক চিকিৎসা করেন ফিজিও। কিন্তু মুম্বই দল সূত্রে খবর, ব্যথায় যথেষ্ট কাবু শ্রেয়স আইয়ার। গত বছর যেখানে অস্ত্রোপচার হয়েছিল সেই জায়গাতেই ফের ব্যথা শ্রেয়সের। যন্ত্রণার কারণে ফিল্ডিংও করতে পারেননি তারকা ব্যাটার।

শ্রেয়সের ইনজুরির কারণে চিন্তা বেড়েছে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্টে। গত আসরেও ইনজুরির কারণে আইপিএল খেলতে পারেননি শ্রেয়স আইয়ার। এবার আইপিএল খেলার জন্য মুখিয়ে ছিলেন তিনি। কিন্তু শ্রেয়সের চোট কতটা গুরুতর, পুরো মরশুম না প্রথম দিকে কয়েকটা ম্যাচ খেলতে পারবে না তিনি, সেই বিষয়ে এখনও ধোঁয়াশায় রয়েছেন নাইট শিবির।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ