ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

শুরুতেই ‍উইকেট হারালো বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মার্চ ১৩ ১৮:৫৪:৪৩
শুরুতেই ‍উইকেট হারালো বাংলাদেশ

২৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারালো বাংলাদেশ। ওপেন করতে নামেন সৌম্য সরকার ও লিটন দাস। দিলশান মাদুশঙ্কার গুড লেংথ থেকে একটু বাড়তি বাউন্সের বল ঠিকঠাক খেলতে পারেননি লিটন দাস। টেনে এনেছেন স্টাম্পে। ১ বলে ০ রানে ফিরেছেন তিনি।

টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। ৪৮.৫ ওভারসব কয়টি উইকেট হারিয়ে২৫৫ রান করে শ্রীলঙ্কা। জয়ে বাংলাদেশে প্রয়োজন ২৫৬ রান। ব্যাট করতে নেমে দারুন শুরু করে শ্রীলঙ্কার দুই ওপেনার। গড়েন ৭১ রানের জুটি। ৩৩ বলে ৩৩ রান করে তানজিম সাকিবের বলে মুশফিকের হাতে ধরা পড়েন আভিস্কা ফার্নান্ডো। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার পাতুম নিশাঙ্কা। সেই তানজিম সাকিবের বলে সৌম্যর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। ২৮ বলে ৩৬ রান করেন তিনি।

আবারও শ্রীলঙ্কার শিবিরে আঘাত হানেন তানজিম সাকিব। ফেরান সদ্য ক্রিজে আসা সাদিরা সামারাবিক্রমাকে। ৫ বলে তিন রান করেন তিনি। এরপর সতর্ক ভাবে এগোতে থাকে শ্রীলঙ্কা। বোলিংয়ে আসেন মিরাজ। তুলে নেন আসালাঙ্কার উইকেট। ৩৭ বলে ১৮ রান করেন তিনি। এরপর জুটি গড়েন অধিনায়ক কুশল মেন্ডিস ও লিয়ানাগ। তাদের ৬৯ রানে জুটি ভাঙেন তাসকিন। ৭৫ বলে ৫৯ রান করা কুশল মেন্ডিসকে ফেরান তাসকিন।

আবারও উইকেট তুলে নেন তাসকিন। ফেরান ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। ১৪ বলে ১৩ রান করেন তারা। আর নিজের তিন নম্বর শিকারটা বানান মহীশ তিকশানাকে। ৭ বলে ১ রান করে লিটনের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। উইকেটে আটকে থাকা জানিত লিয়ানাগেকে ফেরান শরিফুল। ৬৯ বলে ৬৭ রান করে মুশফিকের হাতে ক্যাচ দেন তিনি। ১৫ বলে ৮ রান করে শরিফুলের বলে আউট হনপ্রমোদ মাদুশান।শেষ উইকেটটাও নেন শরিফুল। তানজিম সাকিব, তাসকিন ও শরিফুল ৩টি করে উইকেট নেন। মিরাজ নেন একটি উইকেট।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১৪ রান। ৩ রানে সৌম্য সরকার ও ০ রানে ব্যাট করছেন শান্ত।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও তানজিম হাসান।

শ্রীলঙ্কা একাদশ: আভিস্কা ফার্নান্ডো, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা (সহ-অধিনায়ক), জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ