ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

তামিমের শর্ত নিয়ে মুখ খুললেন সুজন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মার্চ ১১ ২০:১১:২২
তামিমের শর্ত নিয়ে মুখ খুললেন সুজন

তামিম দলে ফিরবে কিনা আর ফিরলেই কবে ফিরবেনএই নিয়ে চলছে নানা আলাপ-আলোচনা জনমূলে চলছে অস্থরিতা। তামিম ইকবাল ও বাংলাদেশ জাতীয় দলের মাঝে অদৃশ্য দেয়াল যেন কিছুতেই সরছে না। সাবেক এই অধিনায়ক নিজেই জানিয়েছেন লাল-সবুজের জার্সিতে ফিরতে হলে

কিছু বিষয় ঠিক করতে হবে। তবে বোর্ড পরিচালকদের সঙ্গে গতকাল বসেছেন তামিম। যদিও সেই সিদ্ধান্ত ঝুলে আছে বিসিবি সভাপতির সঙ্গে আলোচনার ওপর।তবে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন জানালেন এর একটা সুরহার কথা। আজ সোমবার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিমের বিষয় নিয়ে তিনি বলেন, 'বিষয়টা নিয়ে আমি কোনো মন্তব্যই করতে চাই না। আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য তামিম খুব গুরুত্বপূর্ণ এক ক্রিকেটার। সেটা বোর্ড সিদ্ধান্ত নেবে, ও যেহেতু বলেছে বোর্ডের সাথে বসবে, পাপন ভাইয়ের সাথে কথা বলতে চেয়েছেন।'

'পাপন সেই সিরাজ ভাই জালাল ভাইকে সে দায়িত্বটা দিয়েছে। কখন বলবে কখন তাদের সময় হয় এতদিন সময় লাগছে কেন কারণ সবাই আমরা বাংলাদেশে থাকি সেই সময়টাই কেন হচ্ছে না আমি জানিনা। আমি মনে করি যত তাড়াতাড়ি বসে একটা সুরহা করা যাবে। এমন একটা ব্যাপার হয়ে গেছে টক অব দ্য টাউন হয়ে যাচ্ছে বারবার। আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট অনেব উদ্ধ্বে সবকিছুর।'-যোগ করেন সুজন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ